মঙ্গলবার, মে 6, 2025
মঙ্গলবার, মে 6, 2025

HomeUncategorized @bnFact Check: মির্জা ফখরুলের বক্তব্যের সময় ‘বিএনপি চাঁদাবাজ’ স্লোগান দেওয়া হয়েছে দাবি...

Fact Check: মির্জা ফখরুলের বক্তব্যের সময় ‘বিএনপি চাঁদাবাজ’ স্লোগান দেওয়া হয়েছে দাবি করে এডিটেড ভিডিও প্রচার

Claim

সম্প্রতি বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর একটি প্রোগ্রামে বক্তব্য প্রদানের সময় দর্শক-শ্রোতা ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দিয়েছেন দাবিতে একটি ভিডিও সামাজিক মাধ্যম টিকটকে প্রচার করা হয়েছে।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে, ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিএনপির অফিসিয়াল ফেসবুক পেজে গত ২০ এপ্রিল “আব্দুল্লাহ আল নোমানের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল | 20 April 2025” শিরোনামে প্রচারিত একই প্রোগ্রামের ভিন্ন এঙ্গেল থেকে ধারণ করা একটি সরাসরি সম্প্রচারকৃত ভিডিও পাওয়া যায়।

 

ভিডিওটি পর্যালোচনা করার পর দেখা যায়, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫৬ মিনিট ১৩ সেকেন্ড থেকে ভিডিওটির শেষ পর্যন্ত বক্তব্য প্রদান করেন এবং এরপর তিনি স্টেজ ছেড়ে চলে যান। এই সময়ে কোনো ব্যক্তি ‘বিএনপি চাঁদাবাজ’ স্লোগান দিতে দেখা যায় না। এর মাধ্যমে এটি স্পষ্টভাবে প্রতিয়মান হয় যে, আলোচিত ভিডিওতে মির্জা ফখরুল ইসলামের বক্তব্যের একটি অংশের ফুটেজের সাথে স্লোগানের অডিওটি সম্পাদনার মাধ্যমে যুক্ত করা হয়েছে। 

এছাড়াও, ভিডিওটির শিরোনাম থেকে জানা যায় যে, ২০ এপ্রিল রাজধানীর কাকরাইলে অবস্থিত ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্সে জাতীয়তাবাদী শ্রমিক দলের সাবেক সভাপতি, বিএনপির ভাইস চেয়ারম্যান এবং সাবেক মন্ত্রী, বীর মুক্তিযোদ্ধা আব্দুল্লাহ আল নোমানের স্মরণে একটি আলোচনা সভা ও দোয়া মাহফিল আয়োজন করা হয়েছিল।

 

সুতরাং, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন বক্তব্য প্রদান করছিলেন, তখন দর্শক-শ্রোতা ‘বিএনপি চাঁদাবাজ’ বলে স্লোগান দিয়েছে এমন দাবিতে প্রচারিত ভিডিওটি সম্পাদনা করে তৈরি হয়েছে।

Result: Altered Photo/Video

Our Sources
BNP Official Facebook Page
Prothom Alo


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular