সোমবার, সেপ্টেম্বর 16, 2024
সোমবার, সেপ্টেম্বর 16, 2024

HomeFact CheckFact Check: না এটি জামায়েতে ইসলামের সাম্প্রতিক সমাবেশের ভিডিও নয়

Fact Check: না এটি জামায়েতে ইসলামের সাম্প্রতিক সমাবেশের ভিডিও নয়

Claim
জামায়েতে ইসলামের সাম্প্রতিক সমাবেশ। 
Fact
দাবিটি মিথ্যা। প্রচারিত এই ভিডিওটি হেফাজতে ইসলামের ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির একটি পুরানো ভিডিও।

গত ১০ জুন ১ দশক পর রাজধানীতে প্রকাশ্যে কর্মসূচি পালনের অনুমতি পায় বাংলাদেশ জামায়াত ইসলামী এবং রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন মিলনায়তনে দলটি সমাবেশ করে। এর ই মধ্য সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছি এটি সম্প্রতি জামায়েতে ইসলামের করা কর্মসূচির একটি ভিডিও। এমন দাবিতে প্রচারিত ভিডিওটি দেখুন এখানে এবং এখানে। 

জামায়েতে

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে ভিডিওটি হতে প্রাপ্ত কীফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ফেসবুকে মারকাজুল কুরআন মাদরাসা বাংলাদেশ নামের একটি পেজে ২০২০ সালের ২ নভেম্বর ‘আজকের ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচিতে আল্লামা মামুনুল হক ও আল্লামা হাসান জামীল হাফিজাহুমাল্লাহ’র স্লোগান‘ শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুঁজে পাওয়া যায়।

উক্ত ভিডিওটির ২ মিনিট ১৮ সেকেন্ডে পাওয়া আশেপাশের দৃশ্যের সঙ্গে সম্প্রতি ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিলের দাবিতে প্রচারিত ভিডিওটির মিল খুঁজে পাওয়া যায়। পাশাপাশি, জামায়েতের দাবিকৃত ভিডিওর সঙ্গে ২০২০ সালের ফ্রান্স বিরোধী ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির ভিডিওটির স্লোগানের মিল খুঁজে পাওয়া যায়। 

তাছাড়া, জামায়েতে ইসলামি সড়কে কোনো সমাবেশ করেছে এমন তথ্য গণমাধ্যম কিংবা জামায়েতে ইসলামির অফিশিয়াল ফেসবুক পেজে কোনো ভিডিও খুঁজে পাওয়া যায়নি। 

Conclusion

২০২০ সালের হেফাজতে ইসলামের ফ্রান্সের দূতাবাস ঘেরাও কর্মসূচির সময়ে ধারণকৃত একটি ভিডিওকে গত ১০ জুনের ঢাকায় জামায়াতে ইসলামীর মিছিলের ভিডিও দাবিতে প্রচার করা হচ্ছে

Result: False

Our Sources
The Daily Star Report
Markazul Quran Madrasa Facebook Post
Bangladesh Jamaat-e-Islami Facebook Page


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular