শনিবার, এপ্রিল 26, 2025
শনিবার, এপ্রিল 26, 2025

HomeFact CheckFact Check: ভাইরাল ভিডিওটি কি লেফটেন্যান্ট বিনয় নারওয়াল এবং তার স্ত্রীর মৃত্যুর...

Fact Check: ভাইরাল ভিডিওটি কি লেফটেন্যান্ট বিনয় নারওয়াল এবং তার স্ত্রীর মৃত্যুর আগের শেষ ভিডিও? জানুন বিস্তারিত

Claim– পেহেলগাম সন্ত্রাসী হামলায় নিহত লেফটেন্যান্ট বিনয় নারওয়াল এবং তার স্ত্রী হিমাংশীর শেষ ভিডিও। 
Fact-  ভিডিওটিতে অন্য একটি দম্পতি, যশিকা শর্মা এবং আশিষ সেহরাওয়াতকে দেখা যাচ্ছে এবং এটি পেহেলগামের সন্ত্রাসী হামলার আগের।

জম্মু ও কাশ্মীরের পেহেলগামে মঙ্গলবার (এপ্রিল ২২, ২০২৫) সন্ত্রাসীদের হামলায় নিহত ২৬ জনের মধ্যে ভারতীয় নৌবাহিনীর কর্মকর্তা লেফটেন্যান্ট বিনয় নারওয়ালও ছিলেন। সম্প্রতি বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া লেফটেন্যান্ট নারওয়াল এবং তার স্ত্রী হিমাংশী তাদের হানিমুনের জন্য পেহেলগামে বেড়াতে গিয়েছিলেন, এই সময়েই এই সন্ত্রাসী হামলাটি ঘটে।

এই ঘটনার পরপরই একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে, যেখানে কথিত লেফটেন্যান্ট নারওয়ালকে শাহরুখ খানের বিখ্যাত ‘পোজ’ দিতে এবং তার স্ত্রীকে তাকে আলিঙ্গন করতে দেখা যাচ্ছে। যারা এই ভিডিওটি শেয়ার করছেন, তারা দাবি করছেন এটি ্পেহেলগামে নিহত নৌ কর্মকর্তা এবং তার স্ত্রীর শেষ ভিডিও।

ভাইরাল ভিডিওগুলো দেখুন এখানে, এখানে, এখানে এখানে। 

ss of the viral post taken from FB

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact Check/Verification

ভাইরাল ক্লিপটির সাথে সম্পৃক্ত সামাজিক মাধ্যমের পোস্টগুলো যাচাই করার সময়, আমরা একজন ব্যবহারকারীকে ভিডিওটি লেফটেন্যান্ট বিনয় নারওয়াল এবং তার স্ত্রীর নয়, বরং ‘যশিকা শর্মা’ নামের একজনের বলে উল্লেখ করতে দেখি।

এই সূত্র ধরে, আমরা একই নামে একাধিক সামাজিক মাধ্যম অ্যাকাউন্ট অনুসন্ধান করি এবং ভিডিও নির্মাতা ‘যশিকা শর্মা’ (@yashika.sharma.sehrawat)-এর একটি ইনস্টাগ্রাম প্রোফাইল খুঁজে পাই।

শর্মা, এপ্রিল ২৪, ২০২৫ তারিখের একটি পোস্টে স্পষ্ট করে জানিয়েছেন যে ভিডিওটিতে তিনি এবং আশিষ সেহরাওয়াত (@yashikashishsehrawat) রয়েছেন, সন্ত্রাসী হামলার শিকার লেফটেন্যান্ট নারওয়াল এবং তার স্ত্রী নন।

ss of the insta post where yashika and her husband confirmed that the individuals in the viral video were them.

“হ্যালো বন্ধুরা, আমরা বেঁচে আছি এবং সম্প্রতি আমরা যে ভিডিওটি পোস্ট করেছিলাম, দুর্ভাগ্যবশত যা অনেক ঘৃণার জন্ম দিয়েছে এবং যার কারণে আমরা সেটি ডিলিট করতে বাধ্য হয়েছি, সে বিষয়ে কিছু কথা বলতে চাই। দুঃখজনকভাবে, ভিডিওটি অনেক পেজ এবং নিউজ চ্যানেল ভুলভাবে ব্যবহার করে মিথ্যা দাবি করেছে যে এটি প্রয়াত বিনয় স্যার এবং তার স্ত্রীর শেষ ভিডিও। তাদের পরিবারের প্রতি আমাদের আন্তরিক সমবেদনা রইল। আপনাদের কাছে আমাদের বিনীত অনুরোধ, যারা আমাদের ভিডিওর অপব্যবহার করছে, তাদের রিপোর্ট করুন, কারণ এটি সত্যিই হতাশাজনক। এটা দেখে অবাক লাগে যে এমনকি স্বনামধন্য নিউজ চ্যানেল এবং পেজও ভিউয়ের জন্য যাচাই না করা বিষয়বস্তু ব্যবহার করছে, যা সংবাদ মাধ্যমের উপর বিশ্বাস রাখা কঠিন করে তুলছে,” 

ভিডিওটির ক্যাপশনে এমনটাই বলা হয়েছে।

এরপর নিউজচেকার আশিষ সেহরাওয়াতের সঙ্গে যোগাযোগ করে, যিনি নিশ্চিত করেছেন যে ভাইরাল ভিডিওটিতে আসলে তিনি এবং তার স্ত্রী রয়েছেন। সেহরাওয়াত নিউজচেকারকে জানান, “আমরা ১৪ এপ্রিল, ২০২৫ তারিখে পেহেলগামে ভিডিওটি রেকর্ড করি এবং পেহেলগাম হামলার দিন এটি আপলোড করি। কিন্তু এর অপব্যবহারের খবর পাওয়ার পর, আমরা এটি মুছে ফেলেছি।”

তিনি ভিডিওটির মেটা-ডেটার একটি স্ক্রিনশটও শেয়ার করেছেন, যা আরও নিশ্চিত করে যে এটি ১৪ এপ্রিল, ২০২৫ তারিখে তোলা হয়েছিল।

SS of the viral video’s meta data that confirms the video is from a prior date to Pehelgam attack

Conclusion

সুতরাং, লেফটেন্যান্ট নারওয়াল এবং তার স্ত্রীর পেহেলগামের শেষ ভিডিও দাবিতে ভাইরাল হওয়া ভিডিওটিতে অন্য একটি দম্পতিকে দেখা গেছে।

Result: False

Sources:
Instagram Post By @yashika.sharma.sehrawat, Dated April 24, 2025
Telephonic Conversation With Ashish Sehrawat On April 24, 2025


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular