শনিবার, অক্টোবর 12, 2024
শনিবার, অক্টোবর 12, 2024

HomeFact CheckFact check: বঙ্গবন্ধু টানেল দাবিতে ভাইরাল টানেল লিকেজের ভিডিওটি মুলত চীনের 

Fact check: বঙ্গবন্ধু টানেল দাবিতে ভাইরাল টানেল লিকেজের ভিডিওটি মুলত চীনের 

Claim- বঙ্গবন্ধু টানেল ছিদ্র হয়ে পানি ঢুকে পড়েছে
Fact- ভাইরাল ভিডিওটি বাংলাদেশের নয় বরং চীনের তু ঝু টানেলের। 

বঙ্গবন্ধু টানেলে ছিদ্র হয়ে পানি ঢুকে পড়েছে বিধায় টানেল বন্ধ করে দেয়া হয়েছে দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওটি দেখুন এখানে, এখানেএখানে।  ভিডিওতে দেখা যাচ্ছে একটি টানেলের ছাদ ভেদ করে অনবরত পানি ঢুকে পড়ছে। দাবি করা হচ্ছে ভিডিওটি বঙ্গবন্ধু টানেলের। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন নিচে-

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল রিভার্স ইমেজ ও কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায়, ভাইরাল টানেলের ভিডিওটি চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল এর নয় বরং এটি চীনের চংকিং তু ঝু টানেল এর ভিডিও। রিভার্স ইমেজ সার্চ করে আমরা ইউটিউবে কিছু অনুরূপ ভিডিওর সন্ধান পাই।প্রথম ভিডিওটি তিন দিন আগে ও দ্বিতীয়  ভিডিওটি দুই দিন আগে অর্থাৎ ২৬ ও ২৭মে ২০২৪ সালে আপলোড করা হয়। ভিডিওগুলো দেখুন এখানে- Water seepage occurred in the Tuzhu Tunnel in Chongqing, with a large amount of muddy water spraying out from the cracks.

 2024年5月,通车不到三年的重庆土主隧道发生渗水 (In May 2024, water seepage occurred in Chongqing Tuzhu Tunnel, which had been opened to traffic for less than three years.

পরবর্তীতে কি-ওয়ার্ড সার্চ ও ভিডিওগুলো থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি চীনের চংকিং তু ঝু টানেল এর ভিডিও। এই সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে(, ). গত ২৬মে চীনের চংকিং তু ঝু টানেল এর ছাদ চুইয়ে পানি ঝর‍তে থাকে। যদিও কর্তৃপক্ষ দ্রুতই বিষয়টি নিয়ন্ত্রনে নিয়ে নেয়। 

অন্যদিকে সম্প্রতি বাংলাদেশ ও পশ্চিম বঙ্গের উপর দিয়ে বয়ে যাওয়া ঘুর্ণিঝড় রিমেল এর কারণে চট্টগ্রামের বঙ্গবন্ধু টানেল সাময়িক সময়ের জন্য বন্ধ রাখা হয়েছিলো নিরাপত্তার উদ্দেশ্যে। প্রতিবেদন দেখুন এখানে- সময়টিভিবণিক বার্তা। 

Conclusion

সুতরাং, টানেল এর ছাদ ছিদ্র হয়ে পানি পড়ার ভিডিওটি বাংলাদেশের বঙ্গবন্ধু টানেলের নয়, বরং চীনের তু ঝু টানেল এর যা ভুল দাবিতে প্রচার করা হচ্ছে। 

Result: False

Our Sources:
Newschecker’s Own Analysis


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular