শনিবার, ফেব্রুয়ারি 22, 2025
শনিবার, ফেব্রুয়ারি 22, 2025

HomeFact CheckFact Check: ভালোবাসা দিবস নিয়ে সেনাবাহিনীর মাইকিং দাবিতে এডিটেড ভিডিও প্রচার 

Fact Check: ভালোবাসা দিবস নিয়ে সেনাবাহিনীর মাইকিং দাবিতে এডিটেড ভিডিও প্রচার 

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে সেনাবাহিনী মাইক হাতে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয়েছে ‘আসিতেছে ১৪-ই ফেব্রুয়ারি। এইদিনে অবিবাহিত কোনো ছেলে-মেয়েকে একসাথে পাওয়া গেলে ৩ ঘণ্টা ৪৫ মিনিট পানিতে চুবিয়ে রাখার আদেশ করা হইলো।’ 

সেনাবাহিনী

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম এটিএন নিউজের ইউটিউব চ্যানেলে “করোনা সচেতনতা সৃষ্টিতে প্রশাসনের সঙ্গে টহল দিচ্ছে সেনাবাহিনীর সদস্যরা” শিরোনামে ২০২০ সালের ২৮ মার্চে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদন পাওয়া যায়।

সংবাদ প্রতিবেদনটির ৩৬ সেকেন্ড পরবর্তী অংশের দৃশ্য এবং আলোচ্য দাবিতে প্রচারিত ভিডিওর দৃশ্য পর্যালোচনা করলে উভয়ের মধ্যে সম্পূর্ণ মিল পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, এই দৃশ্যটি নোয়াখালীতে ধারণ করা হয়েছিল এবং এটি সেনাবাহিনীর করোনা সম্পর্কিত জনসচেতনতা কার্যক্রমের অংশ ছিল।

Screenshot taken from YouTube

মূলত, উক্ত ভিডিওটির একটি নির্দিষ্ট অংশ কেটে নিয়ে তাতে ভিন্ন অডিও সংযুক্ত করে প্রচার করা হয়েছে। উল্লেখযোগ্য, প্রাসঙ্গিক কী-ওয়ার্ড ব্যবহার করে অনুসন্ধান চালানোর পরও আলোচিত দাবির পক্ষে কোনো গণমাধ্যম বা নির্ভরযোগ্য সূত্রে কোনো প্রমাণ পাওয়া যায়নি।

সুতরাং, সেনাবাহিনীর করোনা সচেতনতামূলক মাইকিংয়ের ভিডিওতে প্রযুক্তির মাধ্যমে সম্পাদনা করে নতুন অডিও সংযুক্ত করা হয়েছে এবং সেটিকে ১৪ ফেব্রুয়ারি উপলক্ষে সেনাবাহিনীর মাইকিং হিসেবে উপস্থাপন করা হয়েছে, যা মিথ্যা এবং সম্পাদিত।

Result: Altered Photo/Video

Our Sources
ATN News 
NewsChecker Own Analysis


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে  আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular