Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ছাত্র জনতার উদ্দেশ্যে শেখ হাসিনার ভাষণ।
এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে।
বিষয়টির সত্যতা যাচাই করতে উক্ত ভিডিও থেকে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে বিডিনিউজ২৪ এর ওয়েবসাইটে ২০২৩ সালের ০২ মে তে প্রকাশিত একটি প্রতিবেদনে সাদৃশ্য একই ছবিটি খুজে পাওয়া যায়।
প্রতিবেদন থেকে জানা যায়, এটি ভয়েস অব আমেরিকা বাংলার সঙ্গে সাক্ষাৎকার চলাকালীন সময়ের একটি স্থিরচিত্র।
এই সূত্র ধরে, ভয়েজ অব আমেরিকার অফিশিয়াল ফেসবুক পেজে ১ মে ২০২৩ সালে প্রকাশিত মূল ভিডিওটি খুজে পাওয়া যায়।
সেই সাক্ষাৎকারে সেসময়ে শেখ হাসিনা ভয়েস অফ আমেরিকার বাংলা বিভাগকে বাংলাদেশের আইন প্রয়োগকারী সংস্থা র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তাদের ওপর যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা, ডিজিটাল নিরাপত্তা আইন, রোহিঙ্গা সংকট এবং স্মার্ট বাংলাদেশসহ বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন।
তবে কথিত ভাইরাল ভিডিওতে শেখ হাসিনাকে বলতে শোনা যায় যে, যদি তিনি ৫ই আগস্ট দেশত্যাগ না করতেন, তাহলে ছাত্র-জনতার হাতে প্রাণে বাঁচতে পারতেন না। এছাড়া, অডিওতে ছাত্র-জনতার আন্দোলন সম্পর্কিত তথ্যসহ নিজেকে “খুনি” এবং “নরপিশাচ” হিসেবে উল্লেখ করতেও শোনা যায়। তবে এই বক্তব্যের সাথে ভয়েস অফ আমেরিকা বাংলায় প্রকাশিত মূল ভিডিওর কোনো মিল পাওয়া যায়নি, কিংবা সাম্প্রতিক সময়ে তিনি এ ধরনের কোনো মন্তব্য করেছেন এমন প্রমাণও পাওয়া যায়নি। উল্লেখ্য, তিনি সম্প্রতি একাধিক দলীয় অডিও কলে যুক্ত হয়ে বক্তব্য দিলেও, সরাসরি ভিডিও কলের মাধ্যমে কোনো বক্তব্য দেননি।
এছাড়াও, ভিডিওটিতে কিছু অসঙ্গতি লক্ষ্য করা যাওয়ায় এটি অধিকতর যাচাইয়ের জন্য ডিপফেক অ্যানালাইসিস ইউনিট (DAU)-এ পাঠানো হয়। বিশ্লেষণে Hive AI-এর ভিডিও ডিটেক্টর ভিডিওটির একাধিক অংশে এআই ম্যানিপুলেশনের চিহ্ন শনাক্ত করে, তবে অডিও ডিটেক্টর ৪ মিনিটের ক্লিপের প্রায় অর্ধেক (~১০০ সেকেন্ড) অংশকে “Not AI” হিসেবে চিহ্নিত করে। Hiya টুলের পরীক্ষায় অডিও ট্র্যাকটি সম্পূর্ণ বা আংশিকভাবে এআই-জেনারেটেড বলে উল্লেখ করা হয়। পরীক্ষার ফলাফলের ভিত্তিতে দেখা যায়, ভিডিও ও অডিওর কিছু অংশ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) মাধ্যমে তৈরি এবং ইডিটের মাধ্যমে পরিবর্তিত হয়েছে।
সুতরাং, ছাত্র জনতার উদ্দেশে শেখ হাসিনার ভাষণ দাবিতে প্রচারিত ভিডিওটি সত্য নয় বরং এআই এবং ইডিটের মধ্য দিয়ে তৈরি করা।
Result: Altered Video
Our Sources
BDNews24
Independent Television
DAU Analysis
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।
Sayeed Joy
June 10, 2025
Sayeed Joy
June 5, 2025
Sayeed Joy
May 23, 2025