বৃহস্পতিবার, ডিসেম্বর 12, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 12, 2024

HomeFact CheckViralFact check: জুনায়েদ আহমেদ পলকের মুক্তি পাওয়ার বিষয়টি সত্য নয়

Fact check: জুনায়েদ আহমেদ পলকের মুক্তি পাওয়ার বিষয়টি সত্য নয়

Claim

‘অবশেষে মুক্তি পেলেন জুনায়েদ আহমেদ পলক’ দাবিতে সম্প্রতি টিকটক এ একটি ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওতে সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলককে পুলিশ হেফাজতে বেরিয়ে আসতে দেখা যায় । ভিডিওটি দেখুন এখানে। 

ss of the viral post taken from tiktok

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact 

জুনায়েদ আহমেদ পলকের মুক্তি পাওয়ার দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করি। রিভার্স ইমেজ সার্চ এ একটি ইউটিউব ভিডিওর সন্ধান পাই যা ভাইরাল ভিডিওর সাথে পুরোপুরি সাদৃশ্যপূর্ণ। ভিডিওটি থেকে জানা যায় সাবেক ৯ মন্ত্রী সহ ১৩ আসামীকে ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। ভিডিওতে জুনায়েদ আহমেদ পলককে ভাইরাল ভিডিওতে থাকা একই ভঙ্গিতে হাত জোড় করে দোয়া চাইতে দেখা যায়।

ভিডিওর সুত্র ধরে একাধিক কি-ওয়ার্ড সার্চ পরিচালনায় জানা যায় সাবেক ৯ মন্ত্রীসহ আওয়ামী লীগের ১৩ জনকে আন্তর্জাতিক ট্রাইব্যুনালে হাজির করা হয়। দেখুন এখানেএখানে।  

পরবর্তীতে ভিডিওর রিভার্স ইমেজ সার্চ করে কালবেলার অফিসিয়াল ফেসবুক পেইজে ‘হাতজোড় করে দোয়া চাইলেন আনিসুল ও পলক’ শিরোনামে একটি ভিডিও পাওয়া যায়। দেখুন এখানে। 

original video by Kalbela that matches the exact frame with the viral video

সর্বশেষ প্রতিবেদন অনুযায়ী মানবতাবিরোধী মামলায় এই ১৩ জনকে  আন্তর্জাতিক ট্রাইব্যুনাল আদালতে হাজির করার পর তাদেরকে কারাগারে পাঠাতে নির্দেশ দেয় আদালত। এই মুহুর্তে তারা কারাগারে আছেন। প্রতিবেদন দেখুন এখানে- প্রথম আলো, সমকাল।   

সুতরাং, একাধিক প্রতিবেদন থেকে নিশ্চিত হওয়া যায় যে ভিডিওটি সাবেক মন্ত্রী জুনায়েদ আহমেদ পলকের মুক্তির নয়, বরং আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার সময়ের। 

Result: False

Our Sources: 
Main video-Kalbela
প্রথম আলো, সমকাল। 


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular