Newchecker.in is an independent fact-checking initiative of NC Media Networks Pvt. Ltd. We welcome our readers to send us claims to fact check. If you believe a story or statement deserves a fact check, or an error has been made with a published fact check
Contact Us: [email protected]
Fact Check
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সদ্য বহিস্কৃত বিজেপি নেত্রী নূপুর শর্মার দুটি ছবি প্রচার করে দাবি করা হয় সম্প্রতি নুপুর শর্মাকে দিল্লি মার্কেটে শপিং করার সময় গণধোলাই দিয়েছে জনতা। এমন কিছু ফেসবুক পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল ছবিগুলো সাম্প্রতিক সময়ের না।
রিভার্স ইমেজ সার্চ করার মাধ্যমে স্টক ইমেজ শেয়ারিং ওয়েবসাইট Getty Images- এ ২০০৮ সালের ০৬ নভেম্বরে “ABVP activist and DUSU President Nupur Sharma crashing the gate to mark her protest against Prof. SAR Geelani at a public meeting at Delhi University’s North Campus” শিরোনামে প্রকাশিত প্রথম ছবিটি খুঁজে পাওয়া যায়।
পাশাপাশি, Getty Images এ দ্বিতীয় ছবিটিও পাওয়া যায়।
পরবর্তীতে, ভারতীয় সংবাদমাধ্যম Times Now এর ইউটিউব চ্যানেলে ২০০৮ সালের ১০ নভেম্বরে নূপুর শর্মা সংশ্লিষ্ট একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
২০০৮ সালে দিল্লি বিশ্ববিদ্যালয়ের একটি সেমিনারে অধ্যাপক এসএআর গিলানিকে আমন্ত্রণ জানানোর প্রতিবাদে তৎকালীন দিল্লি বিশ্ববিদ্যালয় ছাত্র সংসদের সভাপতি নূপুর শর্মার নেতৃত্বে ক্যাম্পাসের একটি গেট ভেঙে ফেলা হয়।
Read More: এটি সীতাকুন্ডের অগ্নিকাণ্ডের ঘটনার ছবি নয়
২০০৮ সালের ভিন্ন একটি ঘটনার ছবিকে সম্প্রতি নুপুর শর্মাকে দিল্লি মার্কেটে কেনাকাটা করার সময় গণধোলাই দিয়েছে জনতা দাবিতে প্রচার করা হয়েছে।
Getty Images: https://www.gettyimages.com/detail/news-photo/activist-and-dusu-president-nupur-sharma-crashing-the-gate-news-photo/1134394450
Getty Images: https://www.gettyimages.com/detail/news-photo/activist-and-dusu-president-nupur-sharma-crashing-the-gate-news-photo/1134394449
Times Now: https://youtu.be/6ci3fVtmC7g
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।