বুধবার, সেপ্টেম্বর 11, 2024
বুধবার, সেপ্টেম্বর 11, 2024

HomeFact CheckFact Check: শপিংয়ের সময়ে মায়ের কোলে গরমে ২ মাসের বাচ্চা মারা যাওয়ার...

Fact Check: শপিংয়ের সময়ে মায়ের কোলে গরমে ২ মাসের বাচ্চা মারা যাওয়ার তথ্যটি মিথ্যা

Claim
২ মাসের বাচ্চা নিয়ে মায়ের শপিং। প্রচন্ড গরমে মায়ের কোলেই বাচ্চার মৃত্যু। শপিংয়ের মনোযোগে বুঝতেই পারে নি “মা”
Fact
দাবিটি মিথ্যা। এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি এবং মা ও শিশুর ছবিটি ২০১৭ সালে এক রোহিঙ্গা নারীর। 

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে এক নারীর কোলে শিশুর একটি ছবিকে প্রচার করে দাবি করা হচ্ছে ২ মাসের বাচ্চা নিয়ে মায়ের ঈদের শপিং চলাকালীন সময়ে প্রচন্ড গরমে মায়ের কোলেই বাচ্চার মৃত্যু হয়েছে। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে এবং এখানে। 

শপিং

গত বেশ কয়েকদিন ধরে দেশ জুড়ে প্রচণ্ড দাবদাহ বয়ে যাচ্ছে। ১৯৬৫ সালের পর গত ১৫ এপ্রিল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৪০ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা নিশ্চিত করতে সম্ভ্যব্য কিওয়ার্ড দিয়ে সার্চ করে দেশীয় কোনো সংবাদ মাধ্যমে এ ধরণের ঘটনার কোনো খবর খুঁজে পাওয়া যায়নি। 

এছাড়া ভিডিওটিতে থাকা মা ও শিশুর ছবিটিকে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম ডেইলি মেইলে ২০১৭ সালে “A mother’s final embrace: Harrowing photo shows Rohingya woman clutching her dead baby after he drowned just a few metres from the shore when their boat capsized as they fled violence in Myanmar“ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে খুঁজে পাওয়া যায়। মূলত ছবিটি ২০১৭ সালের একজন রোহিঙ্গা নারীর। 

Screenshot taken from The Daily Mail

Conclusion

২০১৭ সালে রোহিঙ্গা নারীর কোলে থাকা শিশু সম্বলিত একটি ছবিকে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে প্রচার করে দাবি করা হচ্ছে ২ মাসের বাচ্চা নিয়ে মায়ের শপিং করা অবস্থায় প্রচন্ড গরমে মায়ের কোলেই বাচ্চার মৃত্যু হয়েছে। 

Result: False

Our Sources
The Daily Mail
Prothom Alo
The Daily Star


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular