বৃহস্পতিবার, নভেম্বর 28, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 28, 2024

HomeFact CheckFact Check: দেশের সকল আদালতে শেখ মুজিবের ছবি টানানোর পুরোনো আদেশকে সাম্প্রতিক...

Fact Check: দেশের সকল আদালতে শেখ মুজিবের ছবি টানানোর পুরোনো আদেশকে সাম্প্রতিক দাবিতে প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে এবং ফেসবুকে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশন এর সংবাদের একটি ফুটেজ প্রচার করে দাবি করা হচ্ছে, দুই মাসের মধ্যে দেশের সব আদালতের এজলাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট। এমন দাবিতে প্রচারিত প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে।  

শেখ

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ইন্ডিপেনডেন্ট টিভির অফিশিয়াল ইউটিউব চ্যানেল পর্যবেক্ষণ করে ২০১৯ সালের ২৯ আগস্টে “আদালতকক্ষে জাতির জনকের ছবি টাঙানোর নির্দেশ” শিরোনামে প্রকাশিত মূল সংবাদ প্রতিবেদনের ভিডিওটি খুজে পাওয়া যায়। 

তাছাড়া, প্রাসাঙ্গিক কি-ওয়ার্ড সার্চ এর মাধ্যমে একাধিক মূল ধারা সংবাদমাধ্যমে সে সময়ে বিষয়টি নিয়ে প্রকাশিত প্রতিবেদন খুজে পাওয়া যায় দেখুন এখানে, এখানে এবং এখানে। 

মূলত, ২০১৯ সালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি বাংলাদেশের উচ্চ আদালতসহ সব আদালতে টাঙানোর নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট। আদালতের এই নির্দেশনা বাস্তবায়ন করে দুই মাসের মধ্যে হাইকোর্টে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ ও দেওয়া হয়। একটি রিট আবেদনের শুনানি নিয়ে বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই নির্দেশ দিয়েছিলেন।

Read More: লন্ডনে তারেক রহমানের ওপর হামলার মিথ্যা দাবি, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

অর্থাৎ, ২০১৯ সালের আদেশকে সম্প্রতি দুই মাসের মধ্যে দেশের সব আদালতের এজলাসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছবি টানানোর নির্দেশ দিয়েছে হাইকোর্ট দাবিতে প্রচার করা হয়েছে যা মিথ্যা। 

Result: False

Our Sources
Independent TV YouTube
Prothom Alo 
Jagonews24


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular