মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckFact Check: লন্ডনে তারেক রহমানের ওপর হামলার মিথ্যা দাবি, ভিন্ন ঘটনার পুরোনো...

Fact Check: লন্ডনে তারেক রহমানের ওপর হামলার মিথ্যা দাবি, ভিন্ন ঘটনার পুরোনো ভিডিও প্রচার

Claim

সম্প্রতি সামাজিক মাধ্যম টিকটকে ‘লন্ডনে তারেক জিয়া মার খেয়ে কি হয়েছে’ দাবিতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ভিডিও ইন্টারনেটে প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে। 

তারেক

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ইউটিউবে 4VisionBangla নামের একটি চ্যানেলে ২০০৮ সালের ২৭ ডিসেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

পাশাপাশি ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর তারেক রহমানের মা বিএনপি নেত্রী খালেদা জিয়ার মুক্তির পর তিনি যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসার জন্য যুক্তরাজ্যের সেন্ট জনস উডের একটি হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন। 

এছাড়া ডেইলি স্টারে ২০০৮ সালের ১২ সেপ্টেম্বর ‘Tarique quits party post, flies to UK’ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন থেকেও তারেক রহমানের ২০০৮ সালের ১১ সেপ্টেম্বর যুক্তরাজ্যে যাওয়ার বিষয়ে নিশ্চিত হওয়া যায়। 

Read More: মার্কিন গোয়েন্দা সংস্থার শীর্ষে বসেই বাংলাদেশে সংখ্য়ালঘুদের আক্রমণ প্রসঙ্গে মুখ খুললেন তুসলী গাবার্ড?

অর্থাৎ, লন্ডনে গণধোলাই খেয়ে তারেক রহমান হাসপাতালে ভর্তি হয়েছেন বলে প্রচারিত ভিডিওটি সাম্প্রতিক নয়, বরং এটি ইন্টারনেটে আগেই প্রকাশিত হয়েছে এবং এই দাবির সঙ্গে ভিডিওটির প্রকৃত ঘটনার কোনো সম্পর্ক নেই।

সুতরাং, লন্ডনে সম্প্রতি গণধোলাই খেয়ে তারেক রহমানের হাসপাতালে ভর্তির দাবিতে প্রচারিত বিষয়টি সম্পূর্ণ মিথ্যা। 

Result: False

Our Sources
4VisionBangla YouTube Channel
The Daily Star 


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular