বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckFact check: শেখ হাসিনাকে দেখার জন্য ভারতের জনগণের জড়ো হওয়ার ভাইরাল দাবিটি...

Fact check: শেখ হাসিনাকে দেখার জন্য ভারতের জনগণের জড়ো হওয়ার ভাইরাল দাবিটি সত্য নয়

Claim– শেখ হাসিনাকে দেখার জন্য হাজার হাজার ভারতীয় জনগণ জড়ো হয়েছে।
Fact– ভাইরাল ভিডিওটি ২ বছর পুরোনো। 

শেখ হাসিনাকে দেখার জন্য ভারতীয় হাজার হাজার জনগণ দাঁড়িয়ে আছে দাবিতে সম্প্রতি টিকটকে একটি ভিডিও ভাইরাল হয়। ভাইরাল ভিডিওতে দেখা যাচ্ছে বেশ কিছু পুলিশ জিপ, প্রশাসনিক যানবাহন ও পুলিশ সদস্যরা একটি গোল চত্বরে জড়ো হয়ে আছে। ভিডিওগুলো দেখুন এখানেএখানে।

ss of the viral post taken from tiktok/user

নিউজচেকার বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।  

Fact check/Verification 

শেখ হাসিনাকে দেখতে হাজার হাজার ভারতীয় জনগণের দাঁড়িয়ে থাকার দাবিতে ভাইরাল ভিডিওটির সত্যতা যাচাই করতে আমরা ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখতে পাই, ভিডিওর প্রথম কয়েক সেকেন্ডে একটি হিন্দি টেক্সট দেখতে পাই। আক্ষরিকভাবে লেখাটির অর্থ ছিলো ‘জেলাধিকারি কা কাফিলা।’ অনুবাদ করলে যার অর্থ দাঁড়ায় ‘জেলাপ্রশাসকের বহর।’

রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করে ভিডিওটির সবচেয়ে পুরাতন হদিস পাওয়া যায় ২০২২ সালের। একটি ইউটিউব চ্যানেলের ২০২২ সালের মার্চ এর ৬ তারিখে ভিডিওটি ‘Dm&SSP jhansi elite chauraha jhansi khas jhansi’ টাইটেলে আপলোড করা হয়। দেখুন এখানে। 

একই সাথে ভিডিওটির ডেস্ক্রিপশনে লোকেশন হিসেবে ঝাঁসির উল্লেখ রয়েছে। আমরা একই ভিডিও আরেকটি ইউটিউব চ্যানেলে পাই।  সেখানে ভিডিওটি ২০২৩ সালের ৫ই আগস্ট আপলোড করা হয়। দেখুন এখানে। 

এডভান্সড কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে সে বছরে শেখ হাসিনার ভারত সফরের কোন রেকর্ড আছে কি না খুজতে গিয়ে জানা যায় শেখ হাসিনা ২০২২ সালের সেপ্টেম্বর মাসে ভারত সফর করেন। অন্যদিকে ভাইরাল ভিডিওটি ইউটিউবে আপলোড করা হয় ২০২২ সালের মার্চ মাসে। 

গুগল ম্যাপ ব্যবহার করে ভারতের ঝাঁসি’র এলিট চত্বরটি লোকেট করি যা থেকে নিশ্চিত হওয়া যায় স্থানটি ভারতের ঝাঁসির। দেখুন এখানে। 

ভিডিওটি ইউটিউবে শেখ হাসিনার দেশত্যাগেরও ২ বছর পুর্বে আপলোড করা হয়। ২০২২ সালের সেপ্টেম্বরের ভারত সফরের ও আগে অর্থাৎ মার্চ মাসে প্রকাশ করা হয়। 

Conclusion

অর্থাৎ শেখ হাসিনাকে দেখতে ভাওরতীয় জনতার ভীড় দাবিতে ভাইরাল ভিডিওটি ২০২২ সালের হওয়ায় এবং তৎকালীন ভারত সফরের কয়েকমাস আগে থেকেই এর ডিজিটাল ফুটপ্রিন্ট থাকায় নিশ্চিত হওয়া যায় দাবিটি মিথ্যা।

Result: False

Our Sources:
পুরনো ইউটিউব ভিডিও


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular