রবিবার, ডিসেম্বর 22, 2024
রবিবার, ডিসেম্বর 22, 2024

HomeFact CheckFact Check: বোরকা পরিহিত নারীদের সম্মেলনের ছবিটি ড. ইউনূসের সরকারের সময়ের নয়...

Fact Check: বোরকা পরিহিত নারীদের সম্মেলনের ছবিটি ড. ইউনূসের সরকারের সময়ের নয় বরং ২০২২ সালের 

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স (সাবেক টুইটার) এ আলোচিত বাংলাদেশি নির্বাসিত লেখিকা তসলিমা নাসরিন বোরকা পরিহিত নারীদের একটি ছবি পোস্ট করে দাবি করেন ড ইউনুসের সময়ে নতুন বাংলাদেশ। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে (আর্কাইভ)। 

বোরকা

Fact

উক্ত ছবিটি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে অনলাইন পোর্টাল বিডিমর্নিং এর ওয়েবসাইটে ২০২২ সালের ২৫শে মার্চে “ছবি তোলার বিরোধিতা করে নারীদের অন্ধকারে ডুবিয়ে দেওয়ার ফন্দি” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে মুল ছবিটি খুঁজে পাওয়া যায়। 

প্রতিবেদন হতে জানা যায়, জাতীয় পরিচয়পত্রে ছবির বদলে বায়োমেট্রিক বা ফিঙ্গারপ্রিন্ট পদ্ধতি ব্যবহারের দাবি জানায় রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান। ঢাকার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলন করে মহিলা আনজুমানের নারীরা তাদের কেন তারা বায়োমেট্রিক পদ্ধতিতে জাতীয় পরিচয়পত্র চান এবং পরিচয়পত্র না থাকার ফলে কি কি সমস্যায় পড়েন সেগুলো তুলে ধরেন। ঢাকার রাজারবাগ দরবার শরীফের মহিলা আনজুমান হচ্ছে মহিলাদের জন্য একটি তালিমী মজলিস, যেখানে অনেক মহিলা প্রতিনিয়ত কুরআন শরীফ ও সুন্নাহর তালিম গ্রহণ করে থাকেন।

পাশাপাশি একই ছবি ব্যবহার করে সেসময়ে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায় মূলধারার গণমাধ্যম একাত্তর টিভির ইউটিউব চ্যানেলে। 

তাছাড়া, উক্ত বিষয়টি নিয়ে সে সময়ে বিবিসি নিউজ, ভয়েজ অব আমেরিকা সহ একাধিক দেশীয় এবং আন্তর্জাতিক সংবাদমাধ্যম প্রতিবেদন প্রকাশ করে, দেখুন এখানে এবং এখানে। 

সুতরাং, ২০২২ সালে ঢাকার প্রেসক্লাবে মহিলা আনজুমানের নারীদের এক সংবাদ সম্মেলনের ছবিকে সাম্প্রতিক সময়ের দাবিতে প্রচার করে হয়েছে; যা মিথ্যা।

Result: False

Our Sources
BDMorning
BBC 
Voice of America
Ekattor TV


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular