বুধবার, অক্টোবর 2, 2024
বুধবার, অক্টোবর 2, 2024

HomeFact CheckFact Check: রোনালদোর সম্মানে পর্তুগালে ৭ ইউরোর মুদ্রা চালুর দাবিটি ভুয়া

Fact Check: রোনালদোর সম্মানে পর্তুগালে ৭ ইউরোর মুদ্রা চালুর দাবিটি ভুয়া

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে পর্তুগিজ ফুটবল তারকা ক্রিস্টিয়ানো রোনালদোর সম্মানে পর্তুগালে তাঁর ছবি সম্বলিত ৭ ইউরোর ধাতব মুদ্রা চালু হয়েছে দাবিতে একটি তথ্য প্রচার করা হয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করার জন্য একাধিক কী-ওয়ার্ড সার্চের মাধ্যমে দেশটির কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইট খুঁজে দেখা হলেও এমন কোনো তথ্য পাওয়া যায়নি। এছাড়া, দেশটির মূলধারার গণমাধ্যমগুলোতেও এ ধরনের কোনো তথ্য পাওয়া যায়নি।

পর্তুগালের কেন্দ্রীয় ব্যাংকের ওয়েবসাইটে থাকা স্মারক মুদ্রার পেজেও এমন কোনো মুদ্রার উল্লেখ পাওয়া যায়নি।

এছাড়া, ভাইরাল ভিডিওতে প্রদর্শিত রোনালদোর প্রতিকৃতি যুক্ত কয়েনগুলোর ছবি বিশ্লেষণ করে প্রাথমিকভাবে কিছু অসঙ্গতি পাওয়া গেছে, যা কৃত্রিম বুদ্ধিমত্তা দ্বারা তৈরি (এআই-জেনারেটেড) চিত্রের সাথে সাদৃশ্যপূর্ণ।

পরবর্তীতে বিষয়টির আরও নিশ্চিতকরণের জন্য TrueMedia এবং Hive Moderation কৃত্রিম বুদ্ধিমত্তা শনাক্তকরণ ওয়েবসাইটের সাহায্য নেওয়া হয়, যেখানে এটি এআই-জেনারেটেড ইমেজ হিসেবে চিহ্নিত হয়।

অর্থাৎ, ক্রিস্টিয়ানো রোনালদোর সম্মানে পর্তুগালে তাঁর ছবি সম্বলিত ৭ ইউরোর ধাতব মুদ্রা চালু হয়েছে দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা।

Result: False

Our Sources
Bank of Portugal
Hive Moderation
TrueMedia 


যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular