Claim
রোনালদোর ফ্রি-কিকে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যানের ছবি
Fact
ছবিটি ভাইরাল ক্যামেরাম্যানের নয়। এটি জিয়াদ আল-শামারী নামের ভিন্ন এক ব্যক্তির
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টিকটকে গত ১৬ সেপ্টেম্বরে অনুষ্ঠিত হওয়া সৌদি লীগের আল-রায়েদ এবং আল-নাসরের ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিকে ক্যামেরাম্যান আঘাতপ্রাপ্ত হওয়ার ভিডিওকে কেন্দ্র করে একজন ব্যক্তির ছবি প্রচার করে দাবি করা হচ্ছে ইনিই সেই আহত ক্যামেরা ম্যান। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ‘POWR Hunter’ নামের একটি এক্স (টুইটার) অ্যাকাউন্টে গত ১৪ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি টুইটে হুবহু একই ছবি খুঁজে পাওয়া যায়। টুইটে থাকা আরবি ক্যাপশনকে ট্রান্সলেট করলে দাঁড়ায় “My situation is with the world and it rules me”.
পরবর্তীতে, POWR Hunter অ্যাকাউন্টকে বিশ্লেষণ করে পাওয়া যায় ছবির ব্যক্তিটি Zeeyad Al-Shamri, যিনি সৌদি ভিত্তিক এসপোর্টস গেমিং টিম POWR Hunter এর সদস্য। তাছাড়া Zeeyad Al-Shamri এর ছবির সাথে আলোচিত ছবির তুলনামূলক বিশ্লেষণ করে মুখমণ্ডলের মিল পাওয়া যায়।
তাছাড়া, আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলোতে ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিকে ক্যামেরাম্যান আঘাতপ্রাপ্ত হওয়ার একাধিক সংবাদ পাওয়া গিয়েছে তবে আঘাতপ্রাপ্ত সেই ক্যামেরাম্যানের পরিচয় কিংবা আঘাতের পরবর্তী সময়ে তার অবস্থা সম্পর্কে কোনো তথ্য পাওয়া যায়নি।
Conclusion
ক্রিস্টিয়ানো রোনালদোর ফ্রি-কিকে আঘাতপ্রাপ্ত ক্যামেরাম্যানের ছবি দাবিতে সৌদি এসপোর্টস গেমার Zeeyad Al-Shamri এর পুরোনো ছবিকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Gulf Today
POWR Hunter Post on 𝕏
Zeeyad Al-Shamri profile on 𝕏
Goal
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।