বৃহস্পতিবার, সেপ্টেম্বর 19, 2024
বৃহস্পতিবার, সেপ্টেম্বর 19, 2024

HomeFact CheckFact Check: শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দাবিতে...

Fact Check: শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা না দিলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে গত ৫ আগস্ট ছাত্র-জনতার আন্দোলনের চাপের মুখে শেখ হাসিনা পদত্যাগ করে দেশ ছেড়েছেন এবং জাতিসংঘে তাঁর পদত্যাগপত্র জমা না দিলে বাংলাদেশ সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ করা হবে এমন দাবি করা হচ্ছে। পোস্টে আল জাজিরার সূত্রে দাবি করা হয়, রাশিয়া, ভারত, চীনসহ বিভিন্ন দেশের সমর্থনে জাতিসংঘ এই সিদ্ধান্ত নিয়েছে। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

শেখ হাসিনা

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে গিয়ে আল জাজিরা সাম্প্রতিক বাংলাদেশ সংক্রান্ত প্রতিবেদনের মধ্যে শেখ হাসিনার পদত্যাগপত্র জাতিসংঘে জমা দেওয়া, এতে ব্যর্থ হলে সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞা আরোপ এ ধরনের কোনো খবর পাওয়া যায়নি।

আলজাজিরাতে সর্বশেষ গত ১৩ সেপ্টেম্বর প্রকাশিত প্রতিবেদনগুলোর মধ্যে শিক্ষার্থীদের আন্দোলনের একমাস পূর্তি এবং গুম হওয়া ব্যক্তিদের নিয়ে আলোচনা করা হয়েছে, কিন্তু দাবি করা ঘটনার কোনো উল্লেখ নেই।

পাশাপাশি, রাশিয়া, ভারত, চীন ও সংযুক্ত আরব আমিরাত থেকে জাতিসংঘকে এমন সিদ্ধান্তে সমর্থন করার কোনো প্রমাণ কিংবা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমগুলোতে কোনো প্রতিবেদন পাওয়া যায়নি।

উল্লেখ্য, গত ২৭ আগস্ট রাশিয়ার রাষ্ট্রদূত ড. মুহাম্মদ ইউনূসকে অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের জন্য শুভেচ্ছা জানান। অন্তর্বর্তী সরকারকে সব ধরনের সহায়তা দেবে রাশিয়া বলে জানানো হয়।

Read More: শেখ হাসিনার দেশে ফিরেছেন দাবিতে প্রচারিত ভিডিওটি পুরোনো

অন্যদিকে, অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র এক বিবৃতিতে বলেন, চীন এই সরকারের গঠনকে স্বাগত জানায়।  চীনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ‘বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠনের বিষয়টি চীন অবহিত এবং তারা এই সরকারকে স্বাগত জানিয়েছে। চীনে অন্যান্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে কোনো ধরনের হস্তক্ষেপ না করার নীতিতে বিশ্বাসী।’ এছাড়া, চীন বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে অত্যন্ত গুরুত্ব দেয় এবং বিভিন্ন ক্ষেত্রে এই সম্পর্ককে এগিয়ে নেওয়ার আগ্রহ প্রকাশ করেছে।

সুতরাং, ফেসবুকে আল জাজিরার বরাতে শেখ হাসিনার পদত্যাগ ও সেনাবাহিনীর ওপর নিষেধাজ্ঞার দাবিটি সম্পূর্ণ ভিত্তিহীন ও মিথ্যা।

Result: False 

Our Sources
Al Jazeera 
Somoy News TV 
The Daily Star 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular