মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeFact CheckFact check: মির্জা ফখরুল ও খালেদা জিয়াকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে ড....

Fact check: মির্জা ফখরুল ও খালেদা জিয়াকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছে ড. ইউনুস? না, ভাইরাল দাবিগুলো সত্য নয়

Claim-মির্জা ফখরুল ও বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর আদেশ দিয়েছে ড. মুহাম্মদ ইউনুস
Fact- ড. মুহম্মদ ইউনুসের পক্ষ থেকে এমন কোন নির্দেশ আসে নি। ভাইরাল ভিডিওগুলো পুরনো

মির্জা ফখরুল ও বিরোধী দলীয় চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে কিছু ভিডিও প্রচার করা হচ্ছে। ভিডিওগুলো দেখুন এখানে এখানে।  

ভিডিওগুলোগতে দাবি করা হচ্ছে ড. মুহাম্মদ ইউনুস বেগম খালেদা জিয়া ও মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে নতুন করে জেলে পাঠাবনোর নির্দেশ দিয়েছেন। 

ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার
ভাইরাল পোস্টের স্ক্রিনশট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact check/Verification

মির্জা ফখরুল ও বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর নির্দেশ দিয়েছেন ড. মুহাম্মদ ইউনুস দাবিটির সত্যতা যাচাই করতে প্রথমে আমরা কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি।

অনুসন্ধানে দেখা যায় গত ৫ ই আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর বেগম খালেদা জিয়াকে মুক্ত করার সিদ্ধান্ত নেয় এবং অনতিবিলম্বে তাকে ৬ই আগস্ট মঙ্গলবার মুক্ত করার সিদ্ধান্ত নিয়ে একটি প্রজ্ঞাপন জারি করে স্বরাষ্ট্রমন্ত্রণালয় এর সুরক্ষা বিভাগ। প্রতিবেদন থেকে জানা যায় সংবিধানের ৪৯ অনুচ্ছেদ অনুযায়ী রাষ্ট্রপতি তাকে মুক্ত করার সিদ্ধান্ত রাখতে পারে। প্রতিবেদন দেখুন এখানে, এখানে। 

একইভাবে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এর কারাদণ্ডের বিষয়টিও ভিত্তিহীন। গত ফেব্রুয়ারিতে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিএনপির আরও তিন নেতার সাথে জামিনে মুক্ত হোন। এরপর থেকে তাকে আর কারাগারে যেতে হয়নি কোন মামলায়। 

এছাড়া টিকটকে মির্জা ফখরুলকে জেলে পাঠানোর দাবিতে প্রচারিত ভিডিওটি ২০২২ সালে নয়াপল্টন মহাসমাবেশের পর পুলিশের করা মামলায় কারাগারে পাঠানোর প্রতিবেদনের অংশ। মুল ভিডিওটি ২০২২ সালে চ্যানেল আই এর অফিসিয়াল ইউটিউব চ্যানেলে আপলোড করা হয়। 

ভাইরাল ভিডিওতে ব্যবহৃত ফুটেজের মুল প্রতিবেদন
কার্টেসিঃ ইউটিউব/চ্যানেল আই

বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর ভিডিওটিও সাম্প্রতিক নয় বরং তার কারাজীবন নিয়ে যমুনা টিভির একটি প্রতিবেদনের অংশ। প্রতিবেদনটি ৬ বছর আগে যমুনা টিভির অফিসিয়াল ইউটিউব চ্যানেলে ২০১৮সালে “বিশাল কারাগারব একমাত্র বন্দী খালেদা জিয়া  শিরোনামে আপলোড করা হয়। 

ভাইরাল ভিডিওতে ব্যবহৃত ফুটেজের যমুনার মুল ভিডিও।

এছাড়াও মির্জা ফখরুল ও বেগম খালেদা জিয়া নানাভাবে সক্রিয় ছিলেন রাজনীতিতে। দেখুন এখানে, এখানেএখানে। 

বিষয়টি নিশ্চিত করতে আমরা বিএনপির মিডিয়া সেল এর প্রধান শায়রুল কবির খান এর সাথে যোগা্যোগ করলে দাবিগুলো গুজব বলে নিশ্চিত করেন। 

Conclusion

অতএব, মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও বেগম খালেদা জিয়াকে জেলে পাঠানোর কোন নির্দেশ দেননি অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনুস। 

Result: False

Our Sources: 
Newschecker’s Own Analysis


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular