Claim
সৌদি আরবের আকাশে আল্লাহ তা’আলার নাম ভেসে উঠেছে
Fact
দাবিটি মিথ্যা। মূলত এটি পবিত্র কাবা শরীফের সন্নিকটে অবস্থিত আবরাজ আল-বাইত মেগা বিল্ডিং কমপ্লেক্স বা মক্কা রয়েল ক্লক টাওয়ার হোটেল বিল্ডিং এ ঘড়ির নিচে এলইডি লাইটের মাধ্যমে লেখা পবিত্র কোরআনের আয়াত।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হয় সৌদি আরবের আকাশে আল্লাহ তা’আলার নাম ভেসে উঠেছে। এই দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
দাবিটির সত্যতা যাচাই করতে একাধিক কিওয়ার্ড সার্চের মাধ্যমে নির্ভরযোগ্য তথ্যসূত্র এবং গণমাধ্যমে এমন কোনো তথ্য খুঁজে পাওয়া যায়নি।
পরবর্তীতে, রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Abbudiary একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ১৩ জানুয়ারিতে প্রচারিত একটি ইউটিউব ভিডিও খুঁজে পাওয়া যায়।
ভিডিওটি পর্যবেক্ষণ করে দেখা করা যায়, ভাইরাল ভিডিওতে দেখানো স্থাপনার সাথে উক্ত স্থাপনার হুবহু মিল রয়েছে। তবে ভাইরাল ভিডিওটিতে সৌদি আরবের আকাশে আল্লাহ তা’আলার নাম ভেসে ওঠার দাবির স্থান এবং ক্লক টাওয়ারের দুই স্থানেই লেখাগুলোর রং এবং অবস্থান একই জায়গায়।
Read More: ভিরাট কোহলি ইফতারের জন্য মসজিদে ১০ কোটি টাকা দানের ভাইরাল তথ্যটি মিথ্যা
তাছাড়া ক্লক টাওয়ারটির আরো ছবি পর্যবেক্ষন করে দেখা যায় টাওয়ারটির চার পাশে এমন আরবি হরফে লিখা রয়েছে।
মূলত অস্পষ্ট আবহাওয়াজনিত কারণে ভাইরাল ভিডিওটিতে মক্কার ক্লক টাওয়ারটি দেখা যাচ্ছে না।
Conclusion
আবহাওয়া জনিত কারণে অস্পষ্ট আবরাজ আল-বাইত মেগা বিল্ডিং কমপ্লেক্স বা মক্কা রয়েল ক্লক টাওয়ার হোটেল বিল্ডিং এ ঘড়ির নিচে এলইডি লাইটের মাধ্যমে লেখা পবিত্র কোরআনের আয়াতকে সৌদি আরবের আকাশে পবিত্র কোরআনের আয়াত ভেসে উঠেছে দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Newschecker Own Analysis
Abbudiary YouTube channel
ShutterStock
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।