Claim
লিটন দাসকে যদি আর কোন ম্যাচে বসিয়ে রাখা হয় তাহলে অধিনায়কত্ব ছেড়ে দিবেন নিতেষ রানা, লাইভে এসে বললেন তিনি।
Fact
দাবিটি মিথ্যা। এমন কোনো মন্তব্য নিতেষ রানা করেননি বরং লাইভ ভিডিও দাবিতে প্রচারিত অংশটুকু একটি প্রমোশনাল ভিডিওর।
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে ইন্ডিয়ান প্রিমিয়ার লীগ (IPL) এর দল কলকাতা নাইট রাইডার্স (কেকেআর) এর অধিনায়ক নিতেষ রানা লাইভে এসে বলেছেন কেকেআর এবং বাংলাদেশি ক্রিকেটার লিটন দাসকে যদি আর কোনো ম্যাচে বসিয়ে রাখা হয় তাহলে তিনি অধিনায়কত্ব ছেড়ে দিবেন। এমন প্রচারিত ভিডিওটি দেখুন এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে নিতিষ রানার অফিশিয়াল ফেসবুক পেজে গত ১৭ জানুয়ারিতে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। মূলত ভিডিওটি ছিলো Rario Global নামক ওয়েব থ্রী বেজড ক্রিকেট স্ট্র্যাটেজি গেম এর ডিজিটাল কার্ড এর প্রমোশনের ভিডিও।
তাছাড়া, লিটন দাস সম্পর্কিত এধরণের কোনো মন্তব্য নিতিষ রানার সামাজিক মাধ্যমের প্রোফাইল কিংবা দেশীয় ও ভারতীয় সংবাদমাধ্যমে খুঁজে পাওয়া যায়নি।
Conclusion
লিটন দাসকে যদি আর কোন ম্যাচে বসিয়ে রাখা হয় তাহলে অধিনায়কত্ব ছেড়ে দিবেন নিতেষ রানা, লাইভে এসে বললেন তিনি শীর্ষক দাবিটি মিথ্যা। এমন কিছু নিতিষ রানা বলেননি।
Result: False
Our Sources
Nitish Rana’s Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।