Claim- নির্বাচনে হেরে মমতাজের কান্না
Fact- প্রকৃতপক্ষে নির্বাচনের পুর্বে এক নির্বাচনী প্রচারণায় মমতাজ বক্তব্য রাখতে গিয়ে কান্না করেন।
নির্বাচনে হেরে গিয়ে কান্না করছে শিল্পী মমতাজ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি ভিডিও ভাইরাল হয়। ভিডিওতে দেখা যায় সাবেক সংসদ সদস্য ও শিল্পী মমতাজ কান্না করছেন। ভিডিওগুলোতে দাবি করা হচ্ছে এটি দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে হেরে যাওয়ার পরে মমতাজের কান্নার ভিডিও। পোস্টগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক ও টিকটক।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/ verification
ভিডিও কি-ফ্রেম সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে জানা যায় সাবেক সংসদ সদস্য মমতাজের কান্নার ভিডিওটি নির্বাচনের হারের পরের নয় বরং ভিডিওটি নির্বাচন পুর্ব তারিখে কয়েকটি ইউটিউব চ্যানেলে ‘নির্বাচনী প্রচারণায় কাদলেন মমতাজ’ বা ‘নির্বাচনী প্রচারণার শেষ দিনে অঝোরে কাঁদলেন মমতাজ। মানিকগঞ্জ-2 ভোট আমাকে দিবেন। কথা দেন,’ শিরোনামে পাওয়া যায়। দেখুন এখানে, এখানে ও এখানে।
অনুসন্ধানে দেখা যায় ভিডিওটি প্রতিটি ইউটিউব চ্যানেলে গত ৫ই জানুয়ারি তথা দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের ২ দিন আগে ইউটিউবে আপলোড করা হয়। ভিডিওটি পর্যালোচনা করলে জানা যায় বক্তব্যের এক পর্যায়ে বাবা-মার কথা স্বরণ করে আবেগ তাড়িত হয়ে কান্না করেন। বক্তব্যের শেষ পর্যায়ে তিনি উপস্থিত ব্যক্তিদের উদ্দেশ্যে ভোট চান।
সম্প্রতি অনুষ্ঠিত হয়ে যায় দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন। নির্বাচনে মানিকগঞ্জ-২ আসন থেকে গত তিনবার সংগীত শিল্পী মমতাজ বেগম এমপি নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকা প্রতীক থেকে নির্বাচনে লড়েও হেরে যায় তিনবারের এই সংসদ সদস্য।
Conclusion
সুতরাং, মমতাজের কান্নার ভিডিওটি নির্বাচনের পরের নয় বরং নির্বাচনের পুর্বে ৫ই জানুয়ারি একটি নির্বাচনী প্রচারণার।
Result: False
Our Sources:
ইউটিউব ভিডিও- এখানে, এখানে ও এখানে।
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।