শনিবার, নভেম্বর 23, 2024
শনিবার, নভেম্বর 23, 2024

HomeFact CheckFact Check: জাস্টিন ট্রুডোর সাথে তারেক রহমানের সেলফিটি এডিটেড

Fact Check: জাস্টিন ট্রুডোর সাথে তারেক রহমানের সেলফিটি এডিটেড

Claim
তারেক রহমানের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো্র সেলফি
Fact
ছবিটি এডিটেড মূল ছবিটি মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সাথে জাস্টিন ট্রুডোর তোলা

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এবং টিকটকে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর তোলা সেলফি দাবিতে একটি ছবি প্রচার করা হয়। এমন একটি পোস্ট দেখুন এখানে। 

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাথে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর তোলা সেলফি দাবিতে একটি ছবি প্রচার করা হয়
Screenshot taken from TikTok@sultanajninsumi profile

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডুর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টে ২০১৬ সালের ৩০ জুনে প্রকাশিত মূল ছবি সহ পোস্ট খুঁজে পাওয়া যায়। 

Image created by newschecker.

মূলত ছবিটি সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার সঙ্গে তোলা সেলফি। ২০১৬ সালে কানাডার অটোয়াতে নর্থ আমেরিকান লিডার’স সামিটে বারাক ওবামার সাথে জাস্টিন ট্রুডো এই সেলফি তুলেছিলেন। 

Conclusion

কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সাথে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের ভাইরাল এই সেলফিটি এডিটেড। 

Result: False

Our Sources
জাস্টিন ট্রুডুর এক্স অ্যাকাউন্টে প্রকাশিত পোস্ট
ডেইলি মেইল


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular