Claim– জাপান সফরে প্রধানমন্ত্রীর উপর হামলা করলো বিএনপি।
Fact- বিএনপি প্রতিবাদ সমাবেশ করেছে, হামলা নয়।
‘জাপান সফরে প্রধানমন্ত্রীর উপর হামলা করলো বিএনপি’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে একটি ভিডিও পাওয়া যায়। দেখুন এখানে, এখানে ও এখানে। পোস্টটির একটি স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদশ দাবিটি যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/ verification
গুগল কিওয়ার্ড ও ভিডিও কি-ফ্রেম সার্চ করে দেখা গিয়েছে জাপানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপর হামলার কোন ঘটনা ঘটেনি। প্রধানমন্ত্রীর আগমনে বাংলাদেশের বিরোধী দল বিএনপির জাপানস্থ কর্মীরা একটি প্রতিবাদ সমাবেশ ও কালো পতাকা ধারণ করার কর্মসূচী পালন করে। দেখুন এখানে- Bangladesh Nationalist Party.
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ইউটিউব চ্যানেলে উক্ত ভিডিওতে দেখা যায় জাপানের স্থানীয় বিএনপি কর্মীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগমনে একটি প্রতিবাদ সমাবেশ ও কালো পতাকা ধারণের কর্মসূচী পালন করছে। ভিডিওর ডেস্ক্রিপশনে লেখা- ‘জাপান পার্লামেন্ট হাউজ থেকে সরাসরি সম্প্রচার’ যা ২৭ এপ্রিল,২০২৩ বৃহস্পতিবার ধারণ করা হয়।
২০ মিনিট দীর্ঘ এই ভিডিওটিতে কর্মীদের বিভিন্ন স্লোগান ও বক্তব্য রাখতে দেখা যায়। সমাবেশে জাপান পুলিশকেও অবস্থান করতে দেখা যায়। সম্পুর্ণ ভিডিওতে স্বয়ং প্রধানমন্ত্রীর কোন উপস্থিতি পাওয়া যায় নি। এমনকি হামলার কোন দৃশ্যও ভিডিওতে অনুপস্থিত। এছাড়াও মূল ধারার সংবাদ মাধ্যমগুলোর কোথাও এ ধরণের হামলার কোন হদিস পাওয়া যায় নি।
উল্লেখ্য, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ত্রিদেশীয় (জাপান,যুক্তরাষ্ট্র ও ফিনল্যান্ড) সফরের উদ্দেশ্যে গত ২৫ই এপ্রিল জাপানে পৌছান। প্রধানমন্ত্রী ২৫ এপ্রিল মঙ্গলবার বিকেলে জাপানের হানেদা আন্তর্জাতিক বিমান বন্দরে পৌছালে সেখানে জাপানের পররাষ্ট্রমন্ত্রী ‘তাকেই শুনসুকে’ শেখ হাসিনাকে অভ্যর্থনা জানান ও তাকে সেখানে গার্ড অব অনার দেয়া হয়। প্রধানমন্ত্রীর জাপান সফরের প্রতিবেদন দেখুন এখানে , এখানে ও এখানে।
Conclusion
জাপানে প্রধানমন্ত্রির উপর বিএনপির হামলার খবরটির ভিত্তিহীন ও মিথ্যা একটি দাবি।
Result: False
Our Sources
Bangladesh Nationalist Party. – Main Video
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।