সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে, একটি ভিডিওতে দাবী করা হয় এই মাত্র ঢাকা শহরে ভূমিকম্প হলো। ভিডিওটি দেখুন টিকটকে।
গত ২০ই ফেব্রুয়ারি, ভিডিওটি টিকটকে আপলোড করে ঢাকায় ভূমিকম্প হয়েছে এমন দাবী করা হয়। ভিডিওটি ইতিমধ্যে ২.৭ মিলিয়ন বার দেখা হয়েছে।
Fact Check/ Verification
নিউজচেকার-বাংলাদেশ ভিডিওটির সত্যতা অনুসন্ধান করে দেখেছে যে এটি কোন ভূমিকম্পের ভিডিও নয়। তাছাড়া বাংলাদেশে সর্বশেষ ভূমিকম্পের ঘটনা ঘটে ২০২১ সালে। বাংলাদেশের সর্বশেষ ভূমিকম্পের কিছু মূল প্রতিবেদন দেখুন বিবিসি বাংলা ও প্রথম আলো।
সাম্প্রতিক সময়ে ঢাকা তথা বাংলাদেশে কোন ভূমিকম্পের ঘটনা ঘটেনি। প্রতিবেদন অনুযায়ী বাংলাদেশে শেষ ভূমিকম্প আঘাত হানে ২০২১ সালে নভেম্বর মাসে। সেই ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিলো মায়ানমার। রিখটার স্কেলে ভূমিকম্পনের মাত্রা ছিলো ৫.৮। যদিও ইউএসজিএস এর মতে সেই ভূমিকম্পের মাত্রা ছিলো ৬.১ মাত্রার।
টিকটকের উক্ত ভিডিওটি লক্ষ্য করলে দেখা যায় ভিডিওটিতে একাধিক ফিল্টার ব্যবহার করে এটিকে দেখতে ভূমিকম্পের মত তৈরি করার চেষ্টা করা হয়েছে যা খুবই স্পষ্টভাবে দৃশ্যমান। এছাড়াও ভিডিওটিতে থাকা অডিও সাউন্ডটি অন্য একটি টিকটক একাউন্ট থেকে নেয়া হয়েছে। অনুসন্ধান করা দেখা গিয়েছে এই অডিও সাউন্ডটি একাধিক ভিডিওতে বিভিন্ন সময়ে ব্যবহার করা হয়েছে।
Conclusion:
ভিডিওটিতে বাংলাদেশে ভূমিকম্প হওয়ার দাবীটি সঠিক নয়।
Result: False
Our Sources
BBC Bangla- https://archive.vn/wip/NVcYU
Prothom Alo- https://archive.vn/gwg9C
Tiktok Account (main audio)- https://www.tiktok.com/music/original-sound-7155861658497583874
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।