শনিবার, নভেম্বর 23, 2024
শনিবার, নভেম্বর 23, 2024

HomeFact Checkমক্কায় তুষারপাতের ভিডিওটি এডিটেড

মক্কায় তুষারপাতের ভিডিওটি এডিটেড

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে মক্কায় কাবা শরীফের একটি ভিডিও ফুটেজ প্রচার করে দাবি করা হয় মক্কায় তুষারপাত হচ্ছে। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মধ্যপ্রাচ্য ভিত্তিক গণমাধ্যম Khaleej Times এ গত পহেলা জানুয়ারি ‘Viral video shows snowfall in Makkah’s Grand Mosque; authority clarifies‘ শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

মক্কা
Screenshot taken from Khaleej Times

প্রতিবেদন হতে জানা যায় সৌদি আরবের আবহাওয়া সম্পর্কিত কর্তৃপক্ষকে উদ্ধৃত করে বলা হয়, সামাজিক যোগাযোগ মাধ্যমে মক্কায় তুষারপাতের যে ভিডিওটি প্রচার করা হচ্ছে সেটি ভুয়া। প্রতিবেদনটি থেকে আরও জানা যায়, মক্কা সহ সৌদি আরবের বিভিন্ন শহরে গত সপ্তাহে রেকর্ড পরিমাণ বৃষ্টিপাত হয়েছে ফলে দেশটির বিভিন্ন অংশে বন্যাও দেখা গিয়েছে। 

Read More: না, ছবিটি এন্টার্টিকা মহাদেশের বাস্তব ছবি নয়

তাছাড়া, পবিত্র হজ্জ কে কেন্দ্র করে অফিশিয়াল লাইভ ইউটিউব ব্রডকাস্টিং চ্যানেল KSA Quran TV এ ২০২২ সালের ২৫ অক্টোবর থেকে “بث مباشر || قناة القرآن الكريم || Makkah Live” শিরোনামে চলমান একটি লাইভ ভিডিওতে মক্কায় তুষারপাতের কোনো দৃশ্য খুঁজে পাওয়া যায়নি। 

Conclusion

মক্কায় হজ পালনের একটি ভিডিও দৃশ্যে ফিল্টার যুক্ত করে সেটিকে তুষারপাতের দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

Result: False 

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।


LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular