শনিবার, ডিসেম্বর 21, 2024
শনিবার, ডিসেম্বর 21, 2024

HomeFact Checkতিন দিন সারাদেশে বিদ্যুৎ না থাকার খরবটি গুজব

তিন দিন সারাদেশে বিদ্যুৎ না থাকার খরবটি গুজব

সম্প্রতি বিনোদনমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে, একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, তিন দিন সারাদেশে বিদ্যুৎ থাকবে না।

চার সেকেন্ডের ভিডিওটি এটিএন বাংলা নিউজের সম্প্রচারিত খবরের একটি অংশ। সংবাদপাঠক বলছেন, “তিন দিন সারাদেশে বিদ্যুৎ থাকবে না, ঘটবে ভয়ংকর ঘটনা।”

Screengrab from Tiktok

নিউজচেকার যাচাই করে দেখেছে, দাবিটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।

Fact Check/ Verification

ভিডিওটি পর্যবেক্ষণের মাধ্যমে দেখা যায়, সংবাদটির এটিনএন নিউজে সম্প্রচারিত হয়েছিল। ইউটিউবে এটিনএন নিউজের চ্যানেলে “সারাদেশে ৩ দিন বিদ্যুৎ থাকবে না” – কী-ওয়ার্ডটি লিখে অনুসন্ধানে, ২০১৯ সালের ২৪শে জুলাই সম্প্রচারিত “সারাদেশে ৩ দিন বিদ্যুৎ থাকবে না, এমন গুজবে বিভ্রান্ত না হতে সাধারণ মানুষের প্রতি আহ্বান” শিরেনামে খবরটির সন্ধান পাই।

সংবাদটিতে, দেশের নাগরিকদের গুজব থেকে সতর্ক থাকার আহ্বান জানানো হয়। তৎকালীন সময়ে, সারাদেশে ৩ দিন বিদ্যুৎ সংযোগ থাকবে না এমন গুজব ছড়িয়ে পড়ে।

সম্প্রতি, গ্যাস সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হওয়ায় বিদ্যুতের লোডশেডিং করতে হচ্ছে। বিবিসি বাংলা প্রকাশিত একটি খবর থেকে জানা যায়, জ্বালানির বিশ্ববাজারে প্রতি ঘনফুট গ্যাস ৩৬ ডলার হওয়ায়, সরকার এখন গ্যাস কিনতে পারছে না। “যেহেতু এই পরিমাণ টাকা দিয়ে আমি গ্যাস আনতে পারছি না, সেজন্য আমাকে এই ব্যবস্থা নিতে হচ্ছে” বলেন বিদ্যুৎ প্রতিমন্ত্রী মি: হামিদ।

যুগান্তরে প্রকাশিত একটি খবরের তথ্যমতে, রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে দেশে চলমান বিদ্যুৎ ও জ্বালানি সংকট আগামী সেপ্টেম্বর পর্যন্ত চলতে পারে-এমন তথ্য জানিয়েছেন প্রধানমন্ত্রীর বিদ্যুৎ, জ্বালানি ও খনিজসম্পদ বিষয়ক উপদেষ্টা ড. তৌফিক-ই-ইলাহী চৌধুরী বীরবিক্রম।

জুলাইয়ের ১৯ তারিখে যমুনা টিভির একটি সংবাদে দেখা যায়, সারাদেশের লোডশেডিং এর পরিস্থিতি। যদিও, একটানা বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হওয়ার কোনও তথ্য পাওয়া যায়নি। সংবাদটিতে সাধারণ মানুষের ঘন ঘন লোডশেডিং-এ ভোগান্তর চিত্র তুলে ধরা হয়।

বাংলাদেশ সরকারের দৈনিক বিদ্যুৎ সরবরাহের সকল তথ্য পাওয়া যাবে এখানে, এবং শুধুমাত্র ২০শে জুলাই বিদ্যুৎ সরবরাহের তথ্য দেখুন এখানে

Read More: এটি নড়াইলের সাম্প্রদায়িক হামলার ছবি নয়

Conclusion:

তিন বছর পুরানো গুজব নিয়ে প্রচারিত সংবাদ, বিভ্রান্তিকর এবং মিথ্যা দাবিতে আবারো ভাইরাল।

Result: False

Sources:

ATN NEWS

বিবিসি বাংলা

যমুনা টিভি

যুগান্তর


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular