শনিবার, এপ্রিল 27, 2024
শনিবার, এপ্রিল 27, 2024

HomeFact CheckFact check:  ইউরোপিয় পার্লামেন্ট কি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বার্তা দিয়েছে?...

Fact check:  ইউরোপিয় পার্লামেন্ট কি শেখ হাসিনার পদত্যাগ দাবি করে বার্তা দিয়েছে? জানুন বিস্তারিত

Claim- ইউরোপিয় পার্লামেন্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করেছে
Fact- ইউরোপিয় পার্লামেন্ট এর পক্ষ থেকে এমন কোন বিজ্ঞপ্তি বা ভিডিও বার্তা প্রকাশ পায় নি।  

ইউরোপীয় পার্লামেন্ট শেখ হাসিনা সরকারের পদত্যাগ দাবি করে ঘোষণা দিয়েছে  এই দাবিতে ইভান স্টেফানেক এর বাংলাদেশকে নিয়ে দেয়া একটি ভিডিও বার্তা প্রচারিত হচ্ছে সামাজিক যোগাযোগ মাধ্যম। ভাইরাল ভিডিওটি দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটকটিকটক। ভিডিওটির স্ক্রিনশট দেখুন এখানে- 

ইউরোপিয় পার্লামেন্ট শেখ হাসিনার পদত্যাগ দাবিতে ভাইরাল পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ-এর সাহায্যে ইউরোপিয় ইউনিয়ন-এর পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগ চেয়ে কোন বিজ্ঞপ্তি বা বার্তার সন্ধান পাওয়া যায় নি। এছাড়াও জাতীয় ও আন্তর্জাতিক গণ মাধ্যমেও এমন কোন প্রতিবেদন খুজে পাওয়া যায় নি যেখানে শেখ হাসিনা সরকারের পদত্যাগের দাবি করা হয়েছে। ইউরোপিয় ইউনিয়ন

ভাইরাল ভিডিওটি অনুসন্ধান করতে একটি রিভার্স ইমেজ সার্চ এর মাধ্যমে আমরা ইউটিউবে কিছু ভিডিও খুজে পাই তন্মধ্যে বিএনপির ইউটিউব চ্যানেলও অন্তর্ভুক্ত। দেখুন এখানে এখানে। 

ভিডিওটি পর্যালোচনা করলে দেখা যায়, ইভান স্টেফানেক ভিডিওতে সম্পুর্ন ব্যক্তিগত উদ্বেগ প্রকাশ করেছেন। বক্তব্যে তিনি বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন জাতীয় নির্বাচন ও বিরোধী দল বিএনপির প্রতি সরকারের আচরণ উল্লেখ করেন। তিনি ভিডিওটির এক পর্যায়ে বলেন, “as a friend of Bangladesh and advocate of human rights, I strongly want the situation to end immediately. I want the people of Bangladesh to have their democracy back.” যা থেকে বিষয়টি স্পষ্ট হয় যে ভিডিও বার্তাটিতে ইভান স্টেফানেক বাংলাদেশকে নিয়ে একান্ত ব্যক্তিগত উদ্বেগ ও মতামত প্রকাশ করেন। 

ইভান স্টেফানেক ক্রিস্টিয়ান ডেমোক্রেটস তথা ইউরোপিয়ান পিপলস পার্টির একজন সদস্য। এবং একই সাথে মানবাধিকার উপকমিটিরও সদস্য। 

Conclusion

সুতরাং, ইউরোপিয়ান পার্লামেন্টের পক্ষ থেকে শেখ হাসিনা সরকারের পদত্যাগের কোন দাবি বা বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় নি।

Result: False

Our Sources
ইউরোপিয় ইউনিয়ন, ইভান স্টেফানেক এর মুল বার্তার ভিডিও- এখানে। 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular