বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact Checkএটি একটি ভাস্কর্য, ১৪০০ বছর আগে হযরত মোহাম্মদ (সাঃ) দ্বারা বাধা দুইটি...

এটি একটি ভাস্কর্য, ১৪০০ বছর আগে হযরত মোহাম্মদ (সাঃ) দ্বারা বাধা দুইটি পাথর নয়

টিকটকের একটি ভিডিওতে দাবি করা হয় “এই দুইটি পাথর ১৪০০ বছর আগে হযরত মোহাম্মদ (সাঃ) বেঁধে ছিলেন এবং তখন থেকে এটি ঝুলছে”। ভিডিওটিতে থাকা ছবিটি এর আগেও একই দাবিতে ফেসবুকে বিভিন্ন সময়কালে ব্যাপক আকারে ভাইরাল হয়েছে।

এটি একটি ভাস্কর্য
আর্কাইভ ভার্সন দেখুন এখানে
এটি একটি ভাস্কর্য
আর্কাইভ ভার্সন দেখুন এখানে

Fact Check / Verification

ভাইরাল ভিডিওটির কী-ফ্রেম আমরা রিভার্স ইমেজ সার্চ করে দেখতে পাই এটি একটি ভাস্কর্য যা মিশরের কায়রো বিমানবন্দরের ৩ নম্বর টার্মিনালে অবস্থিত।


আমরা গুগলে এ বিষয়ে কিছু কি-ওয়ার্ড সার্চ করে স্টক ফটো ওয়েবসাইট Alamy তে ভাস্কর্যটির ছবি খুজে পাই। যার বর্ণনায় ছিলো, ২০০৮ সালে মিশরের জনপ্রিয় ভাস্কর Shaaban Abbas এটি তৈরি করেছিলেন।

পরবর্তীতে, শাবান আব্বাস সম্পর্কে মিশরের চারুকলার সরকারি ওয়েবসাইটে একটি বায়োগ্রাফি প্রতিবেদন পাওয়া যায়। তিনি ১৯৬৯ সালের ৭ নভেম্বর মিশরের ফায়োম শহরে জন্মগ্রহণ করেন এবং ১৯৯৪ সালে হেলওয়ান ইউনিভার্সিটি থেকে ভাস্কর্যে স্নাতক ডিগ্রি লাভ করেন। মিশরীয় শিল্প দৃশ্যের অন্যতম বিশিষ্ট ভাস্কর ২০১০ সালের ১৭ নভেম্বর মৃত্যুবরণ করেন। তার ভাস্কর্য নিয়ে সরকারি ওয়েবসাইটিতে আরো উল্লেখ রয়েছে যে, শাবান আব্বাসের শিল্পকর্ম মিশরের বিভিন্ন যাদুঘরের পাশাপাশি নিউ কায়রো আন্তজার্তিক বিমানবন্দরেও পাওয়া যাবে।

এটি একটি ভাস্কর্য

ভাস্কর্যটির ছবি ২০১৭ সালে একটি অনলাইন ম্যাগাজিনে প্রকাশিত হয়েছিল দেখুন এখানে।

এটি একটি ভাস্কর্য

এছাড়াও, কায়রো সিন (Cairo Scene) ওয়েবসাইটে ২০১৪ সালে “Things Everyone Does at Cairo International Airport” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে ভাস্কর্যটির কথা উল্লেখ রয়েছে।

এটি একটি ভাস্কর্য

Conclusion:

এটি একটি ভাস্কর্য যা মিশরের ভাস্কর Shaaban Abbas (শাবান আব্বাস) ২০০৮ সালে তৈরি করেছিলেন। পাথর দুইটি ১৪০০ বছর আগে হযরত মোহাম্মদ (সাঃ) বাঁধার দাবিটি মিথ্যা।

Result – False

Read More: স্কুল-শিক্ষার্থীর আত্নহত্যার বিভ্রান্তিকর দাবি ভাইরাল সোশ্যাল মিডিয়াতে

Source:

Alamy: https://www.alamy.com/stock-photo-trompe-loeil-sculpture-by-shaban-abbas-2008-at-terminal-3-cairo-airport-25539941.html

Fine Art Govt: http://www.fineart.gov.eg/arb/CV/CV.asp?IDS=910

Cairo Scene: https://cairoscene.com/LifeStyle/Things-Everyone-Does-at-Cairo-International-Airpor

2017 magazine: https://cld.bz/users/user-BoQBWJo/Crystal-Chronicles-March-2017/12

সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular