Claim- আসছে নওতাপ ২০২৪, জানালেন নাসার বিজ্ঞানীরা
Fact– নাসা কর্তৃপক্ষ এমন কোন বিজ্ঞপ্তি দেয় নি। ভারতীয় এক সংবাদ মাধ্যমে জোতিষবিদ্যার বরাত দিয়ে সর্বপ্রথম বিষয়টি প্রকাশ করা হয়।
নাসা’র বিজ্ঞানীরা জানিয়েছেন আসছে নওতাপ, ২০২৪ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে একটি সংবাদ বেশ ভাইরাল হচ্ছে। সম্প্রতি দেশজুড়ে তীব্র তাপদাহ চলছে, ভাঙছে অতীতের রেকর্ডও। দেশজুড়ে কয়েক দফায় জারি করা হয়েছে হিট এ্যালার্টও। চলমান এই পরিস্থিতিতে নওতাপ নামে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়ে এক নতুন আতঙ্ক। তাও আবার নাসার বরাত দিয়ে। এমনই কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে, এখানে ও এখানে। এসকল পোস্টগুলোতে নাসার বরাত দিয়ে লেখা হচ্ছে আগামী ২৫ মে ২০২৪ সালে সূর্য রোহিনী নামের নক্ষত্রে প্রবেশ করবে। অতঃপর ২ জুন ২০২৪ পর্যন্ত ভয়াবহ উত্তাপ ছড়াবে। আর নাসার বিজ্ঞানীরা এর নাম দিয়েছেন ‘নওতাপ ২০২৪।’
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
নাসা’র বিজ্ঞানীদের নওতাপ ২০২৪ এর ঘোষণার সত্যতা যাচাই করতে সর্বপ্রথম আমরা NASA (National Aeronautics and Space Administration) এর মুল ওয়েবসাইট থেকে শুরু করে এর সকল অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেলগুলোতে অনুসন্ধান চালাই। তবে এই নওতাপ এর বিষয়ে নাসা’র পক্ষ থেকে এমন কোন বিজ্ঞপ্তি দেখা যায় নি।
পরবর্তীতে প্রাসঙ্গিক কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে বিষয়টি সম্পর্কে বিস্তারিত অনুসন্ধান করা হয়। কি-ওয়ার্ড সার্চ এ দেখা যায় নওতাপ-২০২৪ সম্পর্কিত প্রতিবেদনটি সর্ব প্রথম সাত দিন পুর্বে তথা ২৪শে এপ্রিল Summer 2024: এখনও কিছুই নয়, ২৫ মে থেকে শুরু হবে আসল গরম! সূর্য রোহিণী নক্ষত্রে এলে জ্বলে-পুড়ে যাবে চারদিক ‘এই সময়’ নামক একটি অনলাইন পোর্টালে প্রকাশিত হয়। মুলত এর পর থেকেই সোশ্যাল মিডিয়ায় বিভিন্ন ব্যবহারকারী ও অন্যান্য কিছু অনলাইন পোর্টাল এই প্রতিবেদনটির একটি অংশ নাসা’র নামে প্রচার করে আসছে।
নওতাপ কীঃ
‘এই সময়’ এর প্রতিবেদন অনুযায়ী নওতাপ হলো সূর্যের একটি নির্দিষ্ট অবস্থানকে নির্দেশ করে যখন সূর্য অন্যান্য যে কোন সময়ের তুলনায় অধিক তাপ নির্গত করবে। ভারতের জ্যোতিষ বিজ্ঞানের বরাতে বলা হচ্ছে সূর্য বছরের এই সময়ে তথা ২৫শে মে রোহিণী নক্ষত্রে প্রবেশ করে সেখানে ১৫ দিন অবস্থান করবে। এই অবস্থানকালে প্রথম ৯ দিন সূর্য বছরের অন্যান্য যে কোন সময়ের তুলনায় বেশি উত্তাপ ছড়াবে যা হবে অসহনীয়। ‘১৫ দিন রোহিণী নক্ষত্রে অবস্থান করে মৃগশিরা নক্ষত্রে গোচর করবে সূর্য। রোহিণী নক্ষত্রে সূর্যের অবস্থানের এই ১৫ দিন সারা বছরের মধ্যে সবচেয়ে উষ্ণ হয়। সূর্য রোহিণী নক্ষত্রে ১৫ দিন থাকলেও তার মধ্যে প্রথম ৯ দিন গরম সবচেয়ে মারাত্মক আকার ধারণ করে। এই ৯ দিনকে নওতাপ বলা হয়। এই বছর নওতাপ চলবে আগামী ২৫ মে থেকে ২ জুন পর্যন্ত।’
ভারত ভিত্তিক ‘এই সময়’ অনলাইন পোর্টালে প্রকাশিত নওতাপ ২০২৪’র প্রতিবেদনটিতে সূত্র হিসেবে বৈদিক পঞ্জিকা ও জ্যোতিষবিদ্যার উল্লেখ করা হয়। বিস্তারিত পড়তে গিয়ে দেখা যায় প্রতিবেদনটির দ্বিতীয় প্যারার বিষয়টি হুবহু ভাইরাল পোস্টগুলোতে নাসা’র নাম দিয়ে প্রচার করা হচ্ছে।
উল্লেখ্য ‘এই সময়’ তাদের প্রতিবেদনে কোথাও নাসা’র কথা উল্লেখ করে নি।
Conclusion
অতএব, নওতাপ ২০২৪ নিয়ে নাসা’র পক্ষ থেকে বিবৃতির বিষয়টি মিথ্যা। মুলত একটি ভারতীয় অনলাইন পোর্টালে প্রকাশিত প্রতিবেদনকে নাসা’র নামে প্রচার করা হচ্ছে সোশ্যাল মিডিয়ায়।
Result: False
Our Sources:
এই সময়– Indian Online News Portal
Newschecker’s Own Analysis
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।