Claim– ভারত-বাংলাদেশ সীমান্তে ৩৫০০০ সৈন্য এবং ৭০কিঃ মিঃ রেঞ্জের মিসাইল মোতায়েন করা হয়েছে।
Fact– একাধিক সুত্রে সাথে যোগাযোগ করে এই দাবটির সত্যতা বিষয়ে কোন প্রমাণ পাওয়া যায় নি।
সম্প্রতি টিকটক সহ একাধিক সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ভারত-বাংলাদেশ সীমান্তে বাংলাদেশের ৩৫০০০ সৈন্য মোতায়েন ও ৭০ কিঃ মিঃ রেঞ্জের মিসাইল লঞ্চের ব্যবস্থা করা হয়েছে’ দাবিতে একটি পোস্ট ভাইরাল হয়। ভাইরাল ভিডিওগুলোতে বলা হচ্ছে ভারত-বাংলাদেশ সীমান্তে ভারত ইতিমধ্যে ৩৫০০০ সৈন্য ও ৭০ কিঃ মিঃ রেঞ্জের মিসাইল প্রতিস্থাপন করেছে। যা আগে ছিলো না। কোন কোন ভিডিওতে বাংলাদেশি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর একটি বক্তব্যও দেখা যাচ্ছে। ভিডিওগুলোতে অধ্যাপক কলিমুল্লাহকে বলতে শোনা যায়, ‘ভারতের সম্পর্কে যেটা জানা গেছে তারা ৩৫০০০ সেনা ডেপ্লয় করেছেন আমাদের সীমান্তের কাছাকাছি এবং ৭০ কিঃ মিঃ রেঞ্জের নিউক্লিয়ার আম্ব্রেলা মিসাইল সংস্থাপন করা হয়েছে।’ ভিডিওগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, ফেসবুক ও ফেসবুক।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
ঘটনার সত্যতা যাচাই করতে প্রাথমিকভাবে আমরা বেশ কিছু কিওয়ার্ড সার্চ পরিচালনা করি। অনুসন্ধানে আমরা নির্ভরযোগ্য কোন মাধ্যমে এই সংক্রান্ত কোন প্রতিবেদন পাই নি। তবে নব ভারত ও কলকাতা 24*7 (আর্কাইভ) নামক দুইটি অনলাইন পোর্টালে একই দাবিতে প্রকাশিত দুটি সংবাদ পাই। নব ভারত তাদের ওয়েবসাইটে ‘ভারত-বাংলাদেশ সীমান্তে ভারি সেনা মোতায়েন- সার্জিকাল স্ট্রাইকের শঙ্কা’ শিরোনামে প্রকাশ করে। যা পরবর্তীতে সরিয়ে নেয়া হয়। তবে প্রতিবেদনটির আর্কাইভ ভার্সন দেখতে পাবেন এখানে-(আর্কাইভ)।
তারা প্রতিবেদনের এক পর্যায়ে ভারত-বাংলাদেশ সীমান্তে ৩৫ হাজার সেনা মোতায়েন ও মিসাইল সংস্থাপন করা হয়েছে বলে দাবি করে। তবে এই সংশ্লিষ্ট কোন নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ তাদের প্রতিবেদনে করা হয় নি। এই প্রতিবেদনের সূত্র জানতে চেয়ে নব ভারতের সাথে যোগাযোগ করা হলে তারা উক্ত বিষয়ে বিস্তারিতভাবে অবগত করবে বলে জানিয়েছেন। তবে এই প্রতিবেদন লেখা পর্যন্ত তাদের পক্ষ থেকে কোন উত্তর পাওয়া যায় নি। (তাদের উত্তরের পরিপ্রেক্ষিতে প্রতিবেদন আপডেট করা হবে।)
অপরদিকে, কলকাতা 24*7 একই প্রতিবেদনটি ‘বাংলাদেশ সীমান্তে বিপুল সেনা মোতায়েন ভারতের, সার্জিক্যাল স্ট্রাইকের ‘ভয়’ ঢাকার’ শিরোনামে প্রকাশ করে।
এই প্রতিবেদনেও একই তথ্য কোন প্রকারের নির্ভরযোগ্য সূত্র ছাড়াই প্রকাশ করা হয়। কলকাতা ২৪*৭ নিউজ পোর্টালে বলা হচ্ছে ৩৫০০০ সেনা মোতায়েনের পাশাপাশি ৭০ কিঃ মিঃ রেঞ্জের পিনাকা গাইডেড মিসাইল তাক করে রেখেছে।
কলকাতা ২৪*৭ এর সংশ্লিষ্ট প্রতিবেদকের সাথে নিউজচেকার-ইন্ডিয়া টিমের মাধ্যমে যোগাযোগ করে তাদের প্রতিবেদনে দেয়া তথ্যের সূত্র জানতে চাওয়া হলে প্রতিবেদক স্বর্ণাকা ঘোষ জানান, ‘বিভিন্ন ভারতীয় এবং বাংলাদেশি সংবাদ মাধ্যমে আয়োজিত সংবাদ বিষয়ক আলোচনা থেকে তিনি বিষয়টি জানতে পারেন এবং প্রতিবেদনে তা যুক্ত করেন।’
ভাইরাল পোস্টগুলোতে থাকা অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর আলোচনার ভিডিওটির রিভার্স ইমেজ সার্চ পরিচালনা করা হয়। রিভার্স ইমেজ সার্চ এ আমরা ‘টেবিল টক ইউ কে’ নামে একটি ইউটিউব চ্যানেলে অধ্যাপক কলিমুল্লাহর একটি টক-শো ভিডিও পাই। যেখানে তিনি বর্তমান ভারত-বাংলাদেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতা আলোচনা করতে গিয়ে ভাইরাল ভিডিওতে থাকা উক্ত দাবির উল্লেখ করেন। তিনি আলোচনায় উল্লেখ করেন, তার অভিজ্ঞতা ও সামরিক জ্ঞান থেকে তিনি জানতে পেরেছেন ভারত বাংলাদেশের সীমান্তে ৩৫ হাজার সেনা মোতায়েন করেছে ও ৭০ কিঃ মিঃ রেঞ্জের মিসাইল সংস্থাপন করেছে। যা পুর্বে সীমান্তে ছিলো না। তিনি আরও বলেন ভারতের অতীতে সার্জিক্যাল স্ট্রাইক করার ঘটনা রয়েছে। তিনি অবাক হবেন না যদি ভারত বাংলাদেশের উপর সার্জিক্যাল স্ট্রাইক চালায়। সেনা মোতায়েন ও মিসাইল সংস্থাপন করার তথ্যের প্রেক্ষাপটে কোন সূত্র উল্লেখ করেন নি অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহ।
Read More: অন্তর্বর্তীকালীন সরকারের বিরুদ্ধে ঝাড়ু মিছিল দাবিতে প্রচারিত ভিডিওটি ভিন্ন ঘটনার
ভিডিওটি ৬ দিন আগে তথা ২৮ নভেম্বর ২০২৪ তারিখে ‘টেবিল টক ইউ কে’ নামের একটি চ্যানেলে ‘ভারত ৩৫ হাজার সৈন্য এবং মিসা*ইল রেডী রেখেছে সীমান্তে, ভারতের খেলা শুরু কি করবে বাংলাদেশ ?’ প্রকাশ করা হয়।
এই ভিডিওটি এই সংক্রান্ত দাবির ক্ষেত্রে সবচেয়ে পুরাতন সূত্র হিসেবে পাওয়া যায়।
অপরদিকে,সাবেক ইস্কন গুরু চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের পর বর্তমান ভারত-বাংলদেশের মধ্যকার রাজনৈতিক অস্থিরতার মধ্যে সীমান্তে সংখ্যালঘুদের অনুপ্রবেশের শংকা থেকে বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ারে সেনা মোতায়েন জোরদার করেছে। অত্যাধুনিক ক্যামেরাও ব্যবহার করা হয়েছে বলে নিশ্চিত করেছে বিএসএফ আই জি(নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার) সুর্য্য কান্ত শর্মা। তবে প্রতিবেদনে কত জন সেনা মোতায়েন বা কতগুলো অত্যাধুনিক ক্যামেরার ব্যবহার করা হচ্ছে তা উল্লেখ করা হয় নি। প্রতিবেদন দেখুন এখানে।
উল্লেখ্য, আই এস পি আর এর সাথে উক্ত দাবি সম্পর্কে নিশ্চিত হতে যোগাযোগ করার চেষ্টা করা হলেও সম্ভব হয় নি।
Conclusion
অতএব, ভারত বাংলাদেশ সীমান্তে ৩৫০০০ সেনা মোতায়েন ও মিসাইল প্রতিস্থাপনের পক্ষে অধ্যাপক নাজমুল আহসান কলিমুল্লাহর বক্তব্য ব্যতীত অন্য কোন তথ্য প্রমাণ পাওয়া যায় নি। এবং উক্ত টকশোতে অধ্যাপক কলিমুল্লাহকে তার বক্তব্যের প্রেক্ষাপটে কোন নির্ভরযোগ্য সূত্রের উল্লেখ করে নি। সুতরাং ভাইরাল ভিত্তিহীন ও বিভ্রান্তিকর।
Result: Partly False
Our Sources
অধ্যাপক নাজমুল আহসানের বক্তব্য- ভারত ৩৫ হাজার সৈন্য এবং মিসা*ইল রেডী রেখেছে সীমান্তে, ভারতের খেলা শুরু কি করবে বাংলাদেশ ?
নব ভারত(আর্কাইভ) ও কলকাতা 24*7 (আর্কাইভ).
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।