Claim– লিটন দাস দ্রুততম স্টাম্পিং এর রেকর্ড করেন
Fact- এম এস ধোনি দ্রুততম স্টাম্পিং এর মালিক এখনো।
লিটন দাস দ্রুততম ডিসমিসাল এর মালিক এখন’ এই দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু পোস্ট ভাইরআল হয়।
পোস্টগুলো দেখুন এখানে- ফেসবুক, ফেসবুক, ফেসবুক, ফেসবুক ,টিকটক, টিকটক ও টিকটক
পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন এখানে-
নিউজচেকার-বাংলাদশ দাবিটির সত্যতা যাচাই করে দেখেছে যে, দাবিটি মিথ্যা। লিটন দাস এর করা ০.১৪ সেকেন্ডের ডিসমিসালটি দ্রুততম স্টাম্পিং গুলোর অন্যতম একটি তবে তা সবচেয়ে দ্রুততম স্টাম্পিং নয়। সবচেয়ে দ্রুততম ডিসমিসাল এর মালিক এমএস ধোনি।
Fact Check/ Verification
গত ১৪ই মার্চ,২০২৩ সালে বাংলাদেশ বনাম ইংল্যান্ড এর মধ্যকার তৃতীয় ম্যাচে লিটন দাস ব্যাটসম্যান ফিল সল্টকে স্টাম্পিং করে আউট করেন। এতে তিনি সময় নেন ০.১৪ সেকেন্ড। এটি বাংলাদেশ এর কোন উইকেট কিপারের সবচেয়ে কম সময়ে করা ডিসমিসাল এর ঘটনা। তবে তা ক্রিকেট বিশ্বের দ্রুততম স্টাম্পিং না। এই প্রেক্ষিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক ও টিকটকে বেশ কিছু জায়গায় এটিকে ক্রিকেট বিশ্বের দ্রুততম স্টাম্পিং দাবি করে পোস্ট করা হয়। পোস্টগুলোতে আরও বলা হয় এমএস ধোনি এর আগে এই রেকর্ডের মালিক ছিলেন যা করতে তিনি ০.১৬ সেকেন্ড সময় নেন।
নিউজচেকার-বাংলাদেশ গুগল কি-সার্চ এর সাহায্যে দাবিটি যাচাই করে দেখেছে যে দাবিটি সত্য নয়। মূলত এখনো দ্রুততম স্টাম্পিং এর মালিক ভারতের এমএস ধোনি। তিনি কিমো পলকে ০.০৮ সেকেন্ড এ স্টাম্পিং করে আউট করেন।
এই সংক্রান্ত প্রতিবেদন দেখুন এখানে- হিন্দুস্তান টাইমস, ক্রিকেট টাইমস ও টাইমস নাও।
২০১৮ সালে ভারত বনাম ওয়েস্ট ইন্ডিজ এর মধ্যকার চতুর্থ ওডিআই ম্যাচে ওয়য়েস্ট ইন্ডিজের কিমো পলকে সেকেন্ডর ১/১০ সময়ে অর্থাৎ ০.০৮ সেকেন্ড এ স্টাম্পের পেছন থেকে আউট করেন। কিমো পল জাদেজার একটি বলকে ডিফেন্ড করতে গিয়ে এই আউট এর শিকার হন।
এই আউটটির একটি ভিডিও দেখুন এখানে- ইউটিউব
Conclusion
লিটন দাসের ফিল সল্টকে করা ডিসমিসালটি সবচেয়ে দ্রুততম নয়।
Result: False
Our Sources:
Hindustan Times-https://www.hindustantimes.com/cricket/india-vs-west-indies-ms-dhoni-stumps-k
Times Now-https://www.timesnownews.com/sports/cricket/article/watch-gone-in-0-08-seconds-ms-dhonis-heroics-behind-the-stumps-catch-keemo-paul-short-of-his-crease/306701
Cricket Times-https://crickettimes.com/2018/10/watch-lightning-fast-ms-dhoni-sends-keemo-paul-packing-in-just-00-08-second/
Youtube- https://www.youtube.com/watch?v=JLPr6Ngcb6g
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।