সম্প্রতি বিনোদনমূলক সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে, একটি ভাইরাল ভিডিওতে দাবি করা হয়, এটি ঘুর্ণিঝড় সিত্রাং। ভিডিওটিতে ১ লাখ ৬২ হাজার লাইক এবং ২৯ লাখ বার দেখা হয়েছে।
এমন আরো কিছু ভাইরাল ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে।
Fact-Check/Verification
ভিডিওটির কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চ করে যুক্তরাষ্ট্র ভিত্তিক গণমাধ্যম USA Today এর ইউটিউব চ্যানেলে গত ২১ অক্টোবরে “Stunning view of waterspout heading towards beach in Cyprus” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ভূমধ্যসাগরের দ্বীপ রাষ্ট্র সাইপ্রাসের Ayia Napa বিচে গত ১৭ অক্টোবরে একটি জলস্তম্ভ সৃষ্টি হয়। ইন-সাইপ্রাস নামের একটি লোকাল সংবাদ মাধ্যমের বরাতে পুলিশ জানিয়েছে এই জলস্তম্ভটি কোন ক্ষয়-ক্ষতি করেনি।
এছাড়া জলস্তম্ভটি নিয়ে আন্তর্জাতিক একাধিক সংবাদমাধ্যমে প্রকাশিত সংবাদ খুঁজে পাওয়া যায় দেখুন এখানে, এখানে এবং এখানে।
Read More: না, এটি কুষ্টিয়ার আকাশে দেখা স্টারলিংক স্যাটেলাইটের ট্রেন নয়
Conclusion
সাইপ্রাসের Ayia Napa বিচে গত ১৭ অক্টোবরে একটি জলস্তম্ভের ভিডিওকে ঘুর্ণিঝড় সিত্রাং এর ভিডিও দাবিতে টিকটকে প্রচার করা হয়।
Result: False
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।