মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 24, 2024

HomeFact CheckFact Check: হযরত মুহাম্মদ (সা.) এর নামে ইউজিসিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন দাবিতে...

Fact Check: হযরত মুহাম্মদ (সা.) এর নামে ইউজিসিতে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার আবেদন দাবিতে প্রচারিত তথ্যটি মিথ্যা

Claim

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নবীজির নামে বিশ্ববিদ্যালয়, অনুমোদনের জন্য ইউজিসিতে আবেদন দাবিতে কিছু পোস্ট প্রচার করা হয়েছে।

মুহাম্মদ

ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে। 

Fact

বিষয়টির সত্যতা যাচাই করতে কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার সংবাদমাধ্যম বাংলা নিউজ ২৪ এ গত ১৭ সেপ্টেম্বর ২০২৩ সালে “বিশ্বনবীর নামে সাইনবোর্ড টানিয়ে স্কুলের জমি দখল!” শিরোনামে প্রকাশিত প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

Screenshot taken from Bdnews24

প্রতিবেদন হতে জানা যায়, বরগুনা জেলার আমতলী উপজেলায় কুদ্দুস হাওলাদার নামক এক প্রভাবশালী ব্যক্তির বিরুদ্ধে জমি দখল করে মাছ চাষ ও মহানবী হযরত মুহাম্মদ (সা.) নামে বিশ্ববিদ্যালয়ের নামে সাইনবোর্ড টানিয়ে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জমি দখলের অভিযোগ উঠেছে৷ 

Read More: ৮ ফেব্রুয়ারি আন্তর্জাতিক তাকবির দিবস দাবিটি মিথ্যা

তাছাড়া, বিষয়টি সম্পর্কে জানতে ইউজিসির সাথে যোগাযোগ করে হলে তারা জানান এমন কোনো বিশ্ববিদ্যালয় তৈরির আবেদন পাননি বলে জানান। 

মূলত, জমি দখলকে কেন্দ্র করে মহানবী হযরত মুহাম্মদ (সা.) নামে টানানো সাইনবোর্ডের মাধ্যমেই আলোচিত দাবিটি সামাজিক যোগাযোগ মাধ্যমে বিশ্ববিদ্যালয় তৈরির জন্য ইউজিসিতে আবেদন দাবিতে প্রচার করা হয়েছে

Result: False

Our Sources
Statement from UGC 
Bdnews24


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular