বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeNational Election 2024Fact check: জাতিসংঘ ‘অমানুষের’ মতো আচরণ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী? জানুন বিস্তারিত

Fact check: জাতিসংঘ ‘অমানুষের’ মতো আচরণ করেছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী? জানুন বিস্তারিত

Claim- ‘জাতিসংঘ অমানুষের মত আচরণ করেছে আমার সাথে- পররাষ্ট্রমন্ত্রী। 
Fact- পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের বলেন দেশের কিছু মানুষ শত্রুর মতো আচরণ করছে।

‘জাতিসংঘ আমার সাথে অমানুষের মতো আচরণ করেছে-পররাষ্ট্রমন্ত্রী,’ দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে একটি পোস্ট ভাইরাল হয়। ভিডিওতে দাবি করা হয় পররাষ্ট্রমন্ত্রী  জাতিসংঘের মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বরাবর একটি চিঠি প্রেরণ করেন। চিঠিটি সংবাদ মাধ্যমে ছড়িয়ে পড়লে গত ৮ই ডিসেম্বরে সিলেটে এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নে পররাষ্ট্রমন্ত্রী তার প্রতিক্রিয়া জানান। টিকটকের ভিডিওটিতে দাবি করা হচ্ছে প্রতিক্রিয়া জানাতে গিয়ে তিনি জাতিসংঘ নির্বাচন নিয়ে তার সাথে অমানুষের মতো আচরণ করেছে বলে উল্লেখ করেন। ভিডিওটি দেখুন এখানে- টিকটক। ভিডিওটির স্ক্রিনশট দেখুন এখানে-

পররাষ্ট্রমন্ত্রীর বক্তব্য বিকৃত করে প্রচারিত পোস্ট
কার্টেসিঃ টিকটক/ইউজার

Fact check/Verification

গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে পররাষ্ট্রমন্ত্রীর মুল বক্তব্য অনুসন্ধান করে জানা যায় উক্ত জাতিসংঘ মহাসচিব অ্যান্থনিও গুতেরেস বরাবর প্রেরিত চিঠি গণ মাধ্যমে ছড়িয়ে পড়ার প্রতিক্রিয়া জানাতে গিয়ে ‘জাতিসংঘ নির্বাচন নিয়ে তার সাথে অমানুষের মতো আচরণ করেছে’ এমন কথা তার বক্তব্যের কোথাও ছিলো না। মুল বক্তব্য প্রতিবেদন দেখুন এখানে-  এনটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, যুগান্তরদেশ রূপান্তর। 

বিভিন্ন প্রতিবেদন ও ভিডিও প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, পররাষ্ট্রমন্ত্রী গত ৮ই ডিসেম্বর সিলেটে মৎস্যজীবী লীগের এক অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে জাতিসংঘে প্রেরিত চিঠির প্রসঙ্গ আসলে তিনি বলেন, “জাতিসংঘে পাঠানো পররাষ্ট্র মন্ত্রণালয়ের থ্যাংক ইউ নোটটি (চিঠি) গণমাধ্যমে ছাপা উচিত হয়নি। যারা ছাপছে তারা দেশের শত্রুর মতো আচরণ করছে। প্রতি বছরই জাতিসংঘ সফর শেষে এ ধরনের চিঠি দেয়া হয়। এটা একান্তই ব্যক্তিগত, তা কিভাবে গণমাধ্যমে ছাপা হয় তা তার বোধগম্য নয়। তিনি আরও বলেন, যারা এসব করছে তারা নির্বাচনকে ভয় পায়। তাদের জনসমর্থন নেই। তারা জনগণের জন্য কোনোদিন আন্দোলন করেনি। তারা তাদের প্রভুদের খুশি করতে গিয়ে গাজায় যে ধরনের মানবিক বিপর্যয় চলছে, হত্যাযজ্ঞ চলছে সেই বিষয়ে কোনো কথা বলছে না। এরা তো মানুষ নয় অমানুষ।”

তবে পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেনের বক্তব্যের কোথাও ‘জাতিসংঘ আমার সাথে নির্বাচন নিয়ে অমানুষের মতো আচরণ করেছে’ কথাটি ব্যক্ত করার প্রমাণ পাওয়া যায় নি। 

উল্লেখ্য, গত সেপ্টেম্বরে জাতিসংঘ সফরে যান পররাষ্ট্রমন্ত্রী আব্দুল মোমেন। পরবর্তীতে গত ৮ই ডিসেম্বর এই চিঠির খবরটি গণ মাধ্যমে আসে। দ্যা ডেইলি স্টার ‘অযাচিত-অযৌক্তিক চাপের অভিযোগ তুলে জাতিসংঘকে পররাষ্ট্রমন্ত্রীর চিঠি’ শিরোনামে একটি প্রতিবেদন প্রকাশ করে। জাতিসংঘ সফর শেষে পররাষ্ট্রমন্ত্রী ইউএন-এর মহাসচিব বরাবর একটি চিঠি প্রেরণ করেন মহাসচিবের শেফ দ্য ক্যাবিনেট আর্ল কোর্টনে র‌্যাট্রের কাছে।

Conclusion

সুতরাং, পররাষ্ট্রমন্ত্রীর মুল বক্তব্যকে বিকৃত করে প্রচার করা হয়েছে। 

Result: False

Our Sources: 
এনটিভি, ইন্ডিপেন্ডেন্ট টিভি, যুগান্তরদেশ রূপান্তর


 সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular