Claim
তারেক রহমানের টেবিলে মদের বোতল
Fact
মূল ছবিতে টেবিলে মদের বোতল কিংবা অন্য কোনো বস্তু ছিল না
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের একটি ছবি প্রচার করা হয়। উক্ত ছবিতে দেখা যায় তার টেবিলে কিছু মদের বোতল রয়েছে। ফেসবুকে প্রচারিত পোস্ট গুলোর ক্যাপশন হবুহু উল্লেখ করা হল, “বুঝাই যাচ্ছে লন্ডনে বেশ মোজ-মাস্তির জীবন কাটাচ্ছেন তারেক। দেশের টাকা বিদেশে চুরি করে নিয়ে এভাবেই উড়াচ্ছেন তিনি। ছবিতে দেখা যাচ্ছে গণতন্ত্র রক্ষার একটি হালাল মিটিং চলমান।তবে কি মদ গিলে গণতন্ত্র রক্ষায় মাঠে নামছেন জিয়া তারেক?”। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে গত ৯ মে বিএনপির প্রচার সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানির ভেরিফাইড ফেসবুক আইডিতে মূল ছবি খুঁজে পাওয়া যায়।
তবে মূল ছবিতে তারেক রহমানের সামনে থাকা টেবিলে মদের বোতল কিংবা অন্য কোনো বস্তু দেখা যায়নি।
তাছাড়া একই তারিখে উক্ত সাক্ষাতের একটি ছবি যুক্ত করে বিএনপির মিডিয়া সেল এর অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশ করা হয়।
Conclusion
বিএনপির প্রচার সম্পাদক এবং সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি লন্ডনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এর সাথে সাক্ষাতের সময়ে সামনের ফাঁকা টেবিলে মদের বোতল এর ছবি যুক্ত করে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
Shahiduddin Chowdhury Anee Facebook Post
BNP Media Cell Facebook Post
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।