Claim
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বর্তমান অন্তবর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও আয়েশা সিদ্দিকার একটি ছবি বেশ ভাইরাল হয়েছে। উল্লেখ্য ছবিটিতে আরো দুটি ছবি রয়েছে সাবেক দুই প্রধানমন্ত্রীর সঙ্গেও। এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে আমরা প্রথমে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবিগুলো বিশ্লেষণ করি। উল্লিখিত পোস্টে থাকা সাবেক দুই প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং শেখ হাসিনার সঙ্গে থাকা ছবিগুলোর সত্যতা নিশ্চিত হওয়া গেছে।
প্রথম ছবিটি, যেখানে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে দেখা যায়, তা মূলত ২০১৩ সালে অনুষ্ঠিত ক্রিকেটার তামিম ইকবালের বিবাহোত্তর বউভাত অনুষ্ঠানের। ওই অনুষ্ঠানে তৎকালীন বিরোধীদলীয় নেত্রী খালেদা জিয়া উপস্থিত ছিলেন।
দ্বিতীয় ছবিটি ২০২৩ সালের, যেখানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তামিম ইকবাল ও তাঁর স্ত্রীকে দেখা যায়। এই ছবিটি তামিম ইকবাল তাঁর অফিশিয়াল ফেসবুক পেজেও প্রকাশ করেছিলেন।
তৃতীয় আলোচিত ছবিটি, যা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে তোলা দাবি করা হয়েছে, প্রকৃতপক্ষে ২০২৩ সালের ২৩ নভেম্বর তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তোলা একটি ছবি। তামিম ইকবাল তার অফিশিয়াল ফেসবুক পেজে ছবিটি ‘It’s always a pleasure to meet the Honourable PM’ ক্যাপশন দিয়ে পোস্ট করেছিলেন।
উক্ত ছবিটির ব্যাকগ্রাউন্ড ও আনুষঙ্গিক উপাদানসমূহ আলোচিত দাবিতে প্রচারিত ছবিটির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ। ছবিটিতে কেবল শেখ হাসিনার স্থলে ড. মুহাম্মদ ইউনূসকে দেখা যাচ্ছে। অর্থাৎ, আলোচিত ছবিতে প্রযুক্তির সাহায্যে শেখ হাসিনার ছবি অপসারণ করে ড. মুহাম্মদ ইউনূসের ছবি যুক্ত করা হয়েছে।
উল্লেখ্য, গত ১০ জানুয়ারিতে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন তামিম ইকবাল।
সুতরাং, ড. মুহাম্মদ ইউনূসের সাথে তামিম ইকবাল ও তার স্ত্রী আয়েশা সিদ্দিকার ভাইরাল এই ছবিটি সম্পাদিত।
Result: Altered Photo
Our Sources
Prothom Alo
Tamim Iqbal Facebook Post (1, 2)
Bangladesh Sangbad Sangstha
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।