সম্প্রতি সামাজিক বিনোদনমূলক মাধ্যম টিকটকে সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম ছামসাদিনের মন্ত্রী থাকাকালীন ও বর্তমান অবস্থার পাশাপাশি ছবিসহ একটি ভিডিওতে দাবি করা হয় বয়স্ক জির্ণসীর্ণ ব্যাক্তিটি সুদানের সাবেক প্রতিরক্ষা মন্ত্রী।
ভাইরাল এই ভিডিওটিকে প্রায় ৫ লাখ ৫১ হাজার বার দেখা হয়েছে এবং ৩৮ হাজার লাইক করা হয়েছে।
নিউজচেকার যাচাই করে দেখছে দাবিটি মিথ্যা এবং বিভ্রান্তিকর।
Fact-Check/Verification
ভিডিওতে থাকা সামরিক পোষাকের ব্যক্তির ছবি রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, AFP Forum ওয়েবসাইটে Omar Zain Al Abdin নামে এক ব্যাক্তির একাধিক ছবি খুজে পাওয়া যায়।
ছবিগুলোর বিস্তারিত তথ্য থেকে জানতে পারি, তিনি লেফটেন্যান্ট জেনারেল ওমর জাইন আল আবদিন। সুদানের সামরিক পরিষদের রাজনৈতিক কমিটির সাবেক প্রধান।
এছাড়াও, ইব্রাহিম ছামসাদিন সম্পর্কে অনুসন্ধান করে জানা যায়, তিনি সুদানের উপ-প্রতিরক্ষা মন্ত্রী ছিলেন, এবং ২০০১ সালে একটি বিমান দূর্ঘটনায় তিনি মারা যান।
অপর দিকে ভিডিওতে থাকা দ্বিতীয় ব্যাক্তির ছবি অনুসন্ধান করে জানা যায়, ছবিটি ২০১৯ সালের মার্চে কেনিয়ার উত্তরাঞ্চলে ভয়াবহ খরার কারণে দুর্ভিক্ষ চলা কালীন সময়ের। রিভার্স ইমেজ সার্চে বিবিসি তে ২০১৯ সালের ১০ মার্চ, “Kenyan anger over Turkana ‘starvation’ being ignored” শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে ছবিগুলো খুঁজে পাওয়া যায়।
বিবিসির সাংবাদিক রনক্লিফ ওডিট (Roncliffe Odit) ছবিগুলো ধারণ করে তার টুইটার একাউন্টে সেসময়ে প্রচার করেন এবং মে ২০১৯ এ করা অপর একটি টুইটের মাধ্যমে তিনি নিশ্চিত করেন ছবিগুলি তিনি তুলেছিলেন।
Conclusion
সুদানের সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইব্রাহিম ছামসাদিনের বর্তমান ছবি দাবিতে, ২০১৯ সালে কেনিয়ায় হওয়া দূর্ভিক্ষ চলাকালীন সময়ের অপর এক ব্যক্তির ছবি প্রচার করা হয়েছে।