সোমবার, ডিসেম্বর 30, 2024
সোমবার, ডিসেম্বর 30, 2024

HomeCoronavirusনা, সিনোফার্মের টিকা নিয়ে দু‍‍শ্চিন্তা নয়

না, সিনোফার্মের টিকা নিয়ে দু‍‍শ্চিন্তা নয়

সম্প্রতি সামাজিক ভিডিও শেয়ারিং মাধ্যম টিকটকে একটি ভিডিওতে করোনাভাইরাস প্রতিরোধে সিনোফার্মের (Sinopharm) টিকা নিয়ে কিছু তথ্য দেয়া হয়।

মাছরাঙা টিভিতে সম্প্রচারিত একটি সংবাদ প্রতিবেদনের কিছু অংশ নিয়ে, এক টিকটক ব্যবহারকারী সিনোফার্মের টিকা গ্রহণ থেকে সতর্ক করে। ভিডিওটিতে বাংলা লেখা, “চায়না ভ্যাকসিন নেবেন না”, এখন পর্যন্ত ৪০ হাজারেরও বেশি লাইক পেয়েছে এবং বাহ্যিকভাবে ৪৪৩৭ বার শেয়ার হয়েছে।

ভিডিওটিতে সংবাদ উপস্থাপিকা বলেন, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের গবেষণায় দেখা গেছে যে যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের মধ্যে অন্যান্য ভ্যাকসিনের তুলনায় অ্যান্টিবডি কমে যাওয়ার সম্ভাবনা কম। এই বিষয়বস্তুর ক্যাপশনে বলা হয়েছে, “এখন কী হবে?” এবং নির্দিষ্ট ক্লিপটি বিবৃতিটিও অসম্পূর্ণ।

চলতি বছরের ৪ সেপ্টেম্বর সংবাদটি প্রচারিত হয় মাছরাঙা টিভিতে।

Fact Check/ Verification

এই বিষয়ে বিস্তারিত তথ্য যাচাইয়ের জন্য, শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের সহকারী অধ্যাপক ও গবেষক ডঃ আশরাফুল হকের সাথে সরাসরি যোগাযোগ করে নিউজচেকার। তিনি নিউজচেকারকে টিকটক ভিডিওটি দেখার পরে, এই বিষয়ে মন্তব্য করেন।

ভাইরাস শাট আউট নেকলেস কি কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে পারে?

ডঃ আশরাফুল হক বলেন, “এই ভিডিওতে শিরোনামটি যেভাবে তুলে ধরা হয়েছে, লোকেরা ভাববে যে সিনোফার্মের টিকা মডার্না এবং ফাইজার এর মতো কাজ করে না। কিন্তু, আমাদের প্রাথমিক গবেষণা (৩ মাস) দেখা যায় যে সিনোফার্মের টিকা দেওয়া ব্যক্তির শরীরে অন্যান্য ভ্যাকসিনের সাথে টিকা দেওয়া ব্যাক্তির তুলনায় অ্যান্টিবডিগুলি দীর্ঘস্থায়ী হবে। এটি ইতিবাচক ফলাফল। অ্যান্টিবডি কমে যাওয়ার হার তম হলে, পরে বুস্টার ডোজ লাগবে না। ভ্যাকসিন শ্রেণীবিভাগের অধীনে, সিনোফার্ম একটি নিষ্ক্রিয় ভ্যাকসিন।”

সিনোফার্মের টিকা গ্রহণকারীদের শরীরে অ্যান্টিবডি নিয়ে সতর্কতামূলক ভিডিওটি বিভ্রান্তিমূলক।

ডাঃ আশরাফুল হক আরও বলেন, “এই মুহুর্তে যেকোন ভ্যাকসিন সংক্রান্ত বিবৃতি উল্লেখ করলে ভ্যাকসিন নিয়ে দ্বিধা তৈরি হতে পারে।”

Conclusion

যারা সিনোফার্মের টিকা নিয়েছেন তাদের মধ্যে অন্যান্য ভ্যাকসিনের তুলনায় অ্যান্টিবডি কমে যাওয়ার সম্ভাবনা কম। অর্থাৎ, সিনোফার্মের টিকা দেওয়া ব্যক্তির শরীরে অন্যান্য ভ্যাকসিনের সাথে টিকা দেওয়া ব্যাক্তির তুলনায় অ্যান্টিবডিগুলি দীর্ঘস্থায়ী হবে। টিকটকে সতর্কতামূলক ভিডিওটি বিভ্রান্তিমূলক।

Result: Misleading

Our Sources

Interview (Primary Resource): Dr Ashraful Hoque, Assistant Professor, Sheikh Hasina National Institute Of Burn and Plastic Surgery, Dhaka, Bangladesh

Full-report: https://www.facebook.com/MaasrangaTelevision/videos/390033672572863

WHO: https://www.who.int/news-room/feature-stories/detail/the-race-for-a-covid-19-vaccine-explained

Tiktok:https://www.tiktok.com/@sbi.tonmoy/video/7005124129754058010

Approved vaccines in Bangladesh: https://covid19.trackvaccines.org/country/bangladesh/

COVID-19 Vaccine Dashboard for Bangladesh: http://103.247.238.92/webportal/pages/covid19-vaccination-update.php


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular