মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024
মঙ্গলবার, ডিসেম্বর 10, 2024

HomeCoronavirusভাইরাস শাট আউট নেকলেস কি কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে পারে?

ভাইরাস শাট আউট নেকলেস কি কোভিড-১৯ থেকে সুরক্ষা দিতে পারে?

এই ভাইরাস শাট আউট (Virus Shut Out) নেকলেস কি; কিভাবে ও কেন এই পণ্যটি বাজারজাতা হলো? আদৌতে এই পণ্যেটির কোনও কার্যকিরিতা আছে কি? কোভিড-১৯ থেকে সুরক্ষা দেয়, এমন দাবিতে ভাইরাল এই ভাইরাস শাট আউট নেকলেস কার্ডটির সম্পর্কে বিস্তারিত জানবো এই প্রতিবেদনে। 

বাংলাদেশে সামাজিক মাধ্যমে করোনাভাইরাসের প্রতিরোধক দাবি করে, ফেসবুক, টিকটক ও অনলাইন শপিং ওয়েবসাইটে বিক্রয় হচ্ছে করোনাভাইরাস প্রতিরোধক নেকলেস ভাইরাস শাট আউট (Virus Shut Out)। বিক্রেতারা এই পণ্যটির বিস্তারিত তথ্যও শেয়ার করছেন বিভিন্ন পোস্টে এবং মোবাইল নম্বর দিয়ে যোগাযোগ করে প্রি-অর্ডার নিচ্ছেন। পণ্যটির দাম ২০০ টাকা থেকে শুরু করে ৩৫০ টাকা পর্যন্ত খুচরা মূল্যে বিক্রি করা হচ্ছে। 

সম্প্রতি একটি টিকটক ভিডিওতে দাবি করা হয়, “যারা করোনার টিকা নিতে পারেন নাই, তারা করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা পেতে ভাইরাস শাট আইউ কার্ড/ নেকলেস ব্যবহার করতে পারেন।“এবং এই নেকলেস কার্ডটি ব্যবহারে করোনাভাইরাস প্রতিরোধ সম্ভব বলেও দাবি করা হয়।

Fact Check/ Verification:

ইউটিউব, সোশ্যাল মিডিয়া থেকে শপিং ওয়েবসাইট পর্যন্ত দেখা যায়, ভাইরাস শাট আউট নেকলেস কার্ডের বাণিজ্যিক জনপ্রিয়তা। মহামারী করোনাভাইরাস থেকে রক্ষা করে এমন দাবিতে বিভিন্ন পোস্ট বা ভিডিওর সাথে নেই কোনও বৈজ্ঞানিক প্রমাণ।

ফেসবুকে বিভিন্ন আনলাইন শপিং প্যাইজ (Easy Shopping CTG, AJ Exclusive Point) ও পাবলিক গ্রুপ – Mask BD, আসেন ব্যবসা করি, মানসম্মত মেডিকেল ও হসপিটাল সামগ্রী > ক্রয় > বিক্রয় > সরবরাহকারী, বাংলাদেশ, Bangladesh and India Import & Export Business, Bangladesh Awami online Porishod (বাংলাদেশ আওয়ামী অনলাইন পরিষদ) এবং অনলাইন শপিং ওয়েবসাইটের (Daraz, BDstall) তথ্য আনুযায়ী, করোনাভাইরাস প্রতিরোধক নেকলেস/ কার্ড ভাইরাস শাট আউট (Virus Shut Out) জাপানের তৈরি একটি পণ্য। কার্ডটির মধ্যে রয়েছে, ক্লোরিন ডাই অক্সাইড। আরও দাবি করা হয়, এই কার্ডটি গলায় পরলে তিন ফুটের মধ্যে করোনাভাইরাস প্রবেশ করতে পারবে না। পণ্যটির মেয়াদ মোড়কজাত করার পরে উ‍ৎপাদনের তারিখ থেকে পরবর্তী ২ বছর, এবং মোড়ক খুলে ফেলার পর ৩০ দিন পর্যন্ত মেয়াদ থাকবে – এমন দাবিও করে ফেসবুকের অনলাইন শপিং প্যাইজগুলো ও পাবলিক গ্রুপে পোস্ট দেয়া বিক্রেতা ও ব্যাক্তিরা। এমনকি ভারতের অ্যামাজনে অনলাইনেও বিক্রি করা হচ্ছে এই ভাইরাস শাট আউট পণ্যটি।

শুধু টিকটকেই একটি ভিডিও দেখা হয়েছে ৪১ হাজারবারের বেশি। এখানেও কোনও বৈজ্ঞানিক প্রমাণ ছাড়াই দাবি করা হয়, টিকা না দিলেও শুধু এই ভাইরাস শাট আউট নেকলেসের ব্যবহার করোনাভাইরাস থেকে সম্পূর্ণ সুরক্ষা দিবে। 

Screenshot from Tiktok

ইউটিউবেও রয়েছে বিভিন্ন ভাষায় ভিডিও – যার মধ্যে প্রোডাক্ট রিভিউ, কি করা যাবে ও যাবে না, পণ্যটির ব্যবহার, এবং পণ্যটি ব্যবহার থেকে সতর্কীকরণ তথ্য।

Screenshot from Youtube
Screenshot from Youtube

মূলত, নেকলেস কার্ডটির মধ্যে থাকা ক্লোরিন ডাই অক্সাইড করোনাভাইরাস সংক্রমন থেকে রক্ষা করবে – এই দাবিই করা হয়েছে। 

স্বাস্থ্য অধিদফতরের মুখপাত্র অধ্যাপক ডা. রোবেদ আমিন ভাইরাস শাট আউট সম্পর্কে নিউজচেকারকে জানান, এমন কোনও পণ্যর ব্যবহার যা করোনাভাইরাস সংক্রমণ রোধ করবে বলে তিনি জানেন না। তিনি বলেন, “এই ভাইরাস শাট ডাউন নেকলেসের ব্যবহারে করোনাভাইরাস রোধ হবে – এর কোনও বৈজ্ঞানিক প্রমাণ বা ব্যাখ্যা নেই। তাহলে কিভাবে এই পণ্যটি মানুষকে সুরক্ষা দিবে?”

আরও পড়ুন: ভ্যাকসিন নেয়ার পরও কেন মানুষ করোনা ভাইরাসে আক্রান্ত হচ্ছে?

গত বছর ২০শে এপ্রিল, বাংলাদেশ পুলিশের ফেসবুক ভ্যারিফাইড প্যাইজে একটি পাবলিক পোস্টের মাধ্যমে জানানো হয় যে, টিপু সুলতান নামের এক ব্যবসায়ীকে করোনাভাইরাস প্রতিরোধক নেকলেস ভাইরাস শাট আউট বিক্রয় করার অপরাধে গ্রেপ্তার, এবং পরবর্তীতে ভোক্তা অধিকার আইনের ৪৪ ধারায় তাকে এক লক্ষ টাকা জরিমানা করা হয়। 

Screenshot from Facebook’s official page of Dhaka Metropoliton Police -DMP

বাংলাদেশ পুলিশের একই পোস্টে উল্লেখ করা হয়, চায়না থেকে ডিএইচএল এর মাধ্যমে বাংলাদেশে আমদানি করা এই পণ্যটি ইতোমধ্যে হংকং, চায়না, ভিয়েতনাম, আমেরিকাতে নিষিদ্ধ করা হয়েছে এবং বাংলাদেশ সরকারের অনুমতি ছাড়া আমদানি করা এই পণ্যটি করোনা প্রতিরোধে কোন ভূমিকা রাখেনা।

আমেরিকায় ভাইরাস শাট ডাউন নেকলেসটির বিক্রয় নিষিদ্ধ করেছে মার্কিন পরিবেশ সুরক্ষা সংস্থা – ইপিএ। গতবছর ২৫শে মার্চ সংস্থাটি একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, ভাইরাস শাট ডাউন নেকলেসের করোনাভাইরাসের বিরুদ্ধে সুরক্ষার অযৌক্তিক দাবি জনস্বাস্থ্যের জন্য হুমকি। সংস্থাটির প্রশান্ত মহাসাগরীয় আঞ্চলিক পরিচালক জন বুস্টারুড সংবাদ বিজ্ঞপ্তিতে বলেন, “ইপিএ এই মহামারী সঙ্কটের সময় মিথ্যা বা বিভ্রান্তিকর দাবিতে অবৈধ জীবাণুনাশক বিক্রি যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতি করে – এমন কোম্পানিগুলিকে সহ্য করবে না।”

Screenshot of the press release published in the U.S. Environment Protection Agensy (EPA)

আমেরিকার খাদ্য ও ঔষধ প্রশাসন এর তথ্য মতে, ক্লোরিন ডাই অক্সাইড মানুষের জন্যও বিপজ্জনক হতে পারে। গতবছর এপ্রিলের ৮ তারিখ একটি সংবাদ বিজ্ঞপ্তিতের মাধ্যমে নাগরিকদের সতর্ক করতে আমেরিকার এই বিভাগটি জানায়, ক্লোরিন ডাই অক্সাইড একটি তৈরি গ্যাস এবং পানীয় জীবাণুমুক্ত করতে ব্যবহৃত হয়। তবে এটি নিঃশ্বাস নেওয়া বা খাওয়ার ফলে ক্ষতিকর পার্শ্বপ্রতিক্রিয়া হতে পারে এবং নাক, গলা এবং ফুসফুসে জ্বালা হতে পারে। 

Conclusion:

ভাইরাস শাট আউট (Virus Shut Out) নামক করোনাভাইরাস রোধকরন নেকলেস কার্ডটি মানুষকে করোনাভাইরাসের সংক্রমণ থেকে রক্ষা করতে পারে না।

Result: মিথ্যা এবং বিভ্রান্তিকর

Our Sources:

Tiktok Video: https:https://www.tiktok.com/@sultanaratrii/video/6995435273043709210

Post on the Bangladesh Police Facebook Verified Page: https://www.facebook.com/dmpdhaka/posts/1823488024449431

USFDA: https://www.fda.gov/news-events/press-announcements/coronavirus-covid-19-update-fda-warns-seller-marketing-dangerous-chlorine-dioxide-products-claim

USEPA: https://www.epa.gov/newsreleases/us-epa-acts-protect-public-unregistered-virus-shut-out-product-imported-honolulu-and

Daraz: https://www.daraz.com.bd/products/disinfectant-japanese-virus-shutout-card-20-pcs-i137324562.html

BDstall: https://www.bdstall.com/details/toamit-virus-shut-out-neck-hanging-disinfection-card-52146/

Mamabd: https://www.mamabd.net/product-category/health-care/virus-shutout/

FB Page and group that sales the product: 

https://www.facebook.com/groups/2566730583654800

https://www.facebook.com/AJ-Exclusive-Point-106099884397397/

https://www.facebook.com/groups/CtgBuyAndSell24/posts/2735290383242795

https://www.facebook.com/feriewalab/posts/2668140056806889

https://www.facebook.com/didar.alam.5688/posts/3623232527692921

https://www.facebook.com/groups/2478943362416285

https://www.facebook.com/groups/962813557150954/posts/2742988885800070

Product Marketing Video on Facebook: https://www.facebook.com/watch/?ref=search&v=952854011821308&external_log_id=e0ebd9a7-254d-457c-881d-005a37cc8eaf&q=%E0%A6%AD%E0%A6%BE%E0%A6%87%E0%A6%B0%E0%A6%BE%E0%A6%B8%20%E0%A6%B6%E0%A6%BE%E0%A6%9F%20%E0%A6%86%E0%A6%89%E0%A6%9F

Youtube: https://www.youtube.com/hashtag/virusshutout

Amazon: https://www.amazon.in/BEFINITIVE-Virus-Shut-Sterilization-Month/dp/B08D2HWFL6


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular