সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে পর্তুগীজ ফুটবলার ক্রিস্টিয়ানো রোনালদোর গ্যালারিতে বসে থাকার একটি ছবি প্রচার করে দাবি করা হচ্ছে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে তিনি উপস্থিত ছিলেন এবং খেলা উপভোগ করেছেন। এমন কিছু দাবিকৃত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আন্তর্জাতিক গণমাধ্যম “স্কাই নিউজ”- এ ২০১৮ সালের ৪ অক্টোবর “Cristiano Ronaldo left out of Portugal squad amid rape claim” শীর্ষক শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। প্রতিবেদনটিতে আলোচিত ছবিটির ইভেন্টের একই সময়ে তোলা একটি ছবি খুঁজে পাওয়া যায়। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “রোনালদো এবং তার বান্ধবী (বাঁয়ে) মঙ্গলবার তার ক্লাব জুভেন্টাসের খেলা দেখতে গিয়েছিলেন”।
পরবর্তীতে একই ছবিটি স্টক ইমেজ সাইট “গেটি ইমেজে”- এও ছবিটি খুঁজে পাওয়া যায়। ছবির ক্যাপশনে উল্লেখ করা হয়েছে, “০২ অক্টোবর ২০১৮ জর্জিনা রদ্রিগেজ এবং ক্রিস্টিয়ানো রোনালদো ইতালির তুরিনের আলিয়ানজ স্টেডিয়ামে জুভেন্টাস এবং বিএসসি ইয়াং বয়েজের মধ্যকার উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ এইচ ম্যাচ চলাকালীন খেলা দেখছেন৷”
তাছাড়া কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচে ক্রিস্টিয়ানো রোনালদো গ্যালারিতে উপস্থিত থেকে খেলা দেখেছে এরকম কোনো সংবাদ আন্তর্জাতিক কোনো গণমাধ্যম বা তার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে কোনো পোস্ট পাওয়া যায়নি।
Read More: আর্জেন্টিনা নিয়ে এমবাপ্পের নামে প্রচারিত বক্তব্যটি মিথ্যা
Conclusion
২০১৮ সালে গ্যালারিতে পরিবারসহ রোনালদোর জুভেন্টাসের খেলা দেখার সময়ের পুরোনো একটি ছবিকে সম্প্রতি রোনালদো পরিবার নিয়ে কাতার বিশ্বকাপের ফাইনাল ম্যাচ গ্যালারিতে বসে উপভোগ করেছে দাবিতে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।