বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkজেল থেকে মুক্তি পেয়ে রফিকুল ইসলাম মাদানির ওয়াজ করার ভিডিওটি পুরোনো

জেল থেকে মুক্তি পেয়ে রফিকুল ইসলাম মাদানির ওয়াজ করার ভিডিওটি পুরোনো

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে আলোচিত শিশুবক্তা হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানির ওয়াজের একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে, “জেল থেকে এসে নিজ মাহফিলে যা বলেছিলেন রফিকুল ইসলাম মাদানী”। প্রচারিত ভিডিওটি দেখুন এখানে। 

মাদানি

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে, Modinar Kefala নামক একটি ইউটিউব চ্যানেলে ২৬ মার্চ ২০২১ সালে “শিশু বক্তার গরম ওয়াজ না শুনলে মিস করবেন | Rofiqul islam madani | রফিকুল ইসলাম মাদানী । bangla waz” শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

মূলত, রাষ্ট্রবিরোধী ও উসকানিমূলক কথাবার্তা এবং বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে রফিকুল ইসলাম মাদানীকে ২০২১ সালের ৭ এপ্রিল আটক করা হয় এবং প্রায় ১০ মাস পর ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে পরিচিত রফিকুল ইসলাম মাদানীর বিরুদ্ধে আনুষ্ঠানিক বিচারকাজ শুরু হয়।

Read More: ভাইরাল ছবিগুলো সম্প্রতি নেপালে বিমান দূর্ঘটনার নয়

গণমাধ্যম হতে পাওয়া সর্বশেষ প্রাপ্ত  অনুযায়ী রফিকুল ইসলাম মাদানীর বিচারকাজ আবার শুরু হয়েছে এবং আগামী ১ মার্চ ২০২৩ তারিখে সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছেন আদালত। 

Conclusion

রফিকুল ইসলাম মাদানির পুরোনো ওয়াজের ভিডিওকে সম্প্রতি জেল থেকে ছাড়া পেয়ে ওয়াজ করেছেন দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular