বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkপুতিনের বর্তমান অবস্থান দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

পুতিনের বর্তমান অবস্থান দাবিতে ভিন্ন ঘটনার ভিডিও প্রচার

সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে রাশিয়ান প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাবমেরিনে ভ্রমণের একটি ভিডিওকে রাশিয়া-ইউক্রেন চলমান সংঘাতের সময়ে, পুতিনের পানির নিচে অবস্থান নেয়ার দাবিতে প্রচার করা হয়। এমন কিছু ভিডিও দেখুন এখানে, এখানে, এখানে

পুতিন
Screenshot/TikTok

নিউজচেকার যাচাই করে দেখেছে ভাইরাল হওয়া ভিডিওগুলো সাম্প্রতিক সময়ের নয়।

Fact Check / Verification

Putin Submarine কি-ওয়ার্ড সার্চের মাধ্যমে যুক্তরাজ্য ভিত্তিক সংবাদমাধ্যম The Telegraph এর ইউটিউব চ্যানেলে ২০১৫ সালের ১৯ আগস্টে “Russian President Vladimir Putin pays visit to Crimea in a submarine” শীর্ষক শিরোনামে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।

এছাড়া, আন্তর্জাতিক সংবাদমাধ্যম বিবিসিতে (BBC) ২০১৫ সালের ১৮ আগস্টে “Putin in Crimea: Leader dives on Black Sea shipwreck in minisub” শীর্ষক শিরোনামে প্রকাশিত প্রতিবেদনে, একই ভিডিও খুঁজে পাওয়া যায়।

Screenshot/BBC News

মূলত, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ২০১৫ সালে একটি মিনি-সাবমেরিনের মাধ্যমে কৃষ্ণ সাগরে রাশিয়ান গবেষকদের সাথে জাহাজের ধ্বংসাবশেষ পরিদর্শন করতে যান। 

Read More: পুতিন-জেলন্সকির প্রথম সাক্ষাতের পুরনো এবং অপ্রাসঙ্গিক ভিডিও মিথ্যা দাবিতে ভাইরাল

Conclusion

রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের ৭ বছর পুরোনো সাবমেরিন ভ্রমণের একটি ভিডিওকে চলমান রাশিয়া-ইউক্রেন সংঘাত পরবর্তী পুতিনের পানির নিচে নিরাপদ স্থানে অবস্থান নেয়া দাবিতে প্রচার করা হচ্ছে।

Result: False Context | False

Our Sources

The Telegraph: https://youtu.be/nAAi-FRX59o

BBC News: https://www.bbc.com/news/av/world-europe-33979708


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular