Claim
জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী
Fact
মূল প্রধানমন্ত্রীর বক্তব্যে জামায়াত এবং বিএনপি উভয় দলের কথাই উল্লেখ ছিল
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেয়া একটি বক্ত্যব প্রচার করা হচ্ছে। বক্ত্যবটি হবুহু এমন ” জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী”। ফেসবুকে প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে এবং এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
বিষয়টির সত্যতা নিশ্চিত করতে কি ওয়ার্ড সার্চের মাধ্যমে মূলধারার গণমাধ্যম NEWS24 এর অনলাইন সংস্করণে গত ২০ জুলাই ‘বিএনপি-জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শিরোনামে প্রকাশিত মূল প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।
প্রতিবেদন হতে জানা যায় ‘বিএনপি ও জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে অতীতের মতো কোনো ধ্বংস ও সন্ত্রাস করতে গেলে ধরে ধরে কঠোর সাজা নিশ্চিত করতে হবে বলে জানিয়েছেন তিনি।’
তাছাড়া বিষয়টি নিয়ে মূলধারার সংবাদমাধ্যম গণমাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শুধুমাত্র জামায়াতকে নিয়ে নয় বরং বিএনপির কথাটিও উল্লেখ ছিল। এ সংক্রান্ত ভয়েস অফ আমেরিকা বাংলা, ডেইলি স্টার এবং কালের কণ্ঠ এর প্রকাশিত প্রতিবেদন দেখুন।
Conclusion
‘বিএনপি-জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শিরোনামে একটি প্রকাশিত সংবাদ বিকৃত করে ‘জামায়াতের রাজনীতিতে কোনো বাধা দেওয়া হবে না: প্রধানমন্ত্রী’ শিরোনামে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
News24 Report
The Daily Star Report
Voice of America Bangla Report
Kalerkantho Report
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।