বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024
বৃহস্পতিবার, নভেম্বর 21, 2024

HomeFact CheckFact Check: জলদস্যু আটকের ছবিটি এমভি আব্দুল্লাহর নয়

Fact Check: জলদস্যু আটকের ছবিটি এমভি আব্দুল্লাহর নয়

Claim
জলদস্যুরা ধরা পরেছে 
Fact
জলদস্যুদের গ্রেফতারের এই ছবিটি এমভি আব্দুল্লাহর নয় বরং গত ৩১ জানুয়ারিতে ইরানিয়ান পতাকাবাহি জাহাজ উদ্ধার অভিজানের পর ভারতীয় নৌবাহিনী কতৃক দস্যুদের গ্রেফতারের ছবি। 

মোজাম্বিক থেকে ৫৫ হাজার টন কয়লা নিয়ে আরব আমিরাত যাওয়ার পথে গত মঙ্গলবার ভারত মহাসাগরের সোমালি জলদস্যুদের কবলে পড়ে এমভি আবদুল্লাহ। জলদস্যুরা জাহাজটির নিয়ন্ত্রণ নিয়ে ২৩ নাবিকের সবাইকে জিম্মি করে নেয় সোমালি জলদস্যুরা। সর্বশেষ পাওয়া খবর অনুযায়ী, জাহাজটিতে অভিযানের প্রস্তুতি নিচ্ছে সোমালি পুলিশ ও বিদেশি নৌ সেনারা। এরই ধারাবাহিকতায় সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে এমভি আব্দুল্লাহকে উদ্ধার করে দস্যুদের গ্রেফতার করেছে এমন একটি ছবি এবং তথ্য প্রচার করা হয়। প্রচারিত এমন কিছু ভিডিওটি দেখুন এখানে।  

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

দাবিটির সত্যতা যাচাই করতে রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে ছবিটি ভারতীয় সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়াতে গত ৩১ জানুয়ারিতে প্রকাশিত উক্ত ছবি সম্বলিত একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়। 

জলদস্যু
Screenshot taken from Times of India website

প্রতিবেদনটিতে হতে জানা যায় ভারতের রণতরী আইএনএস সুমিত্রা জলদস্যুদের হাতে আটক ১৯ পাকিস্তানি নাবিককে উদ্ধার করেছে। সোমালিয়ার পূর্ব উপকূলে পাকিস্তানি নাবিক ও তাদের মাছ ধরার জাহাজটিকে অপহরণ করে জলদস্যুরা। ১১ জন সশস্ত্র জলদস্যু ইরানের পতাকাবাহী মাছ ধরার জাহাজ এফভি আল নাঈমির ডেকে চড়ে বসেন এবং জাহাজের ১৯ ক্রুকে জিম্মি করেন। ক্রুদের সবাই পাকিস্তানি নাগরিক। ভারতের নৌবাহিনীর রণতরীটি এই মাছধরার জাহাজের গতিপথ রুদ্ধ করে দেয় এবং জিম্মিদের মুক্তি দিতে জলদস্যুদের বাধ্য করে।

Read More: ভারতীয় নৌবাহিনী কতৃক এমভি আব্দুল্লাহ জাহাজ উদ্ধারের ভাইরাল দাবিটি মিথ্যা

সেসময়ে বিষয়টি নিয়ে একই খবর প্রকাশ ভারতীয় অন্যন্য সংবাদমাধ্যমে, দেখুন এখানে। 

তাছাড়া, ভারতীয় নৌবাহিনীর অফিশিয়াল এক্স অ্যাকাউন্টেও বিষয়টি নিয়ে সেসময়ে করা টুইট খুঁজে পাওয়া যায়। 

Conclusion 

গত জানুয়ারীতে ভিন্ন একটি জাহাজের দস্যুদের গ্রেফতারের ছবিকে সম্প্রতি জিম্মি হওয়া বাংলাদেশি জাহাজ এমভি আব্দুল্লাহ এর দস্যুদের গ্রেফতারের ছবি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পরে যা মিথ্যা। 

Result: False

Our Sources
Jugantor 
Prothom Alo
Time of India
India Tv News
Indian Navy Tweet


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের WhatsApp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular