বুধবার, নভেম্বর 20, 2024
বুধবার, নভেম্বর 20, 2024

HomeFact CheckFact check: ভাইরাল ভিডিওগুলো ডিজিএফআই এর আয়নাঘরের নয়, প্যারিসের পাতাল সমাধির 

Fact check: ভাইরাল ভিডিওগুলো ডিজিএফআই এর আয়নাঘরের নয়, প্যারিসের পাতাল সমাধির 

Claim– শেখ হাসিনার আয়নাঘরের ভিডিও
Fact– ভাইরাল ভিডিওগুলো আয়নাঘরের নয়, প্যারিস ক্যাটাকম্বস এর 

আয়নাঘরের ভিডিও দাবিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে বেশ কিছু ভিডিও ভাইরাল হয়। ভিডিওগুলোতে দেখা যায় শত সহস্র কঙ্কাল স্তুপে স্তুপে পরে রয়েছে। ভিডিওগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক, টিকটক টিকটক।  ভিডিওগুলোর স্ক্রিনশট দেখুন নিচে-

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-check/Verification

ভাইরাল ভিডিওগুলো ডিজিএফআই এর কথিত বন্দিশালা আয়নাঘরের কি না তা যাচাই করতে আমরা প্রাথমিকভাবে গুগল কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করে আয়নাঘর নিয়ে প্রকাশিত কিছু প্রতিবেদনের সন্ধান করি। সুইডেন ভিত্তিক নিউজ পোর্টাল নেত্র নিউজভয়েস অব আমেরিকার প্রকাশিত দুইটি প্রতিবেদন আয়নাঘরের কয়েকটি অভ্যন্তরীণ চিত্র পাওয়া যায়। যা ভাইরাল ভিডিওগুলোর সাথে পুরোপুরি অসাদৃশ্যপূর্ণ। 

আয়নাঘরের প্রকৃত কিছু ছবি
কার্টেসিঃ নেত্র নিউজ/ইন্টারনেট
আয়নাঘরের একটি অভ্যন্তরীণ চিত্র ভয়েস অব আমেরিকার প্রতিবেদন থেকে

Echaecha

ভাইরাল ভিডিওগুলোর সাথে আংশিক ও পুরোপুরি সাদৃশ্যপূর্ণ বেশ কিছু ভিডিও ইউটিউবে পাওয়া যায়। ভিডিওগুলো দেখুন এখানে, এখানে এখানে। 

ভিডিওগুলোতে স্থানটিকে প্যারিস শহরের ক্যাটাকম্বস বলে উল্লেখ করা হয়। History.comLes Catacombes De Paris ওয়েবসাইট গুলো থেকে প্যারিস ক্যাটাকম্বস সম্পর্কে বিস্তারিত জানা যায়। ক্যাটাকম্বস হলো এক ধরণের পাতাল সমাধি যা ১৮ শতকের মাঝামাঝি প্যারিসে তৈরি করা হয়। তবে কথিত আছে প্রথম ক্যাটাকম্বস প্রথম শতাব্দীতে রোমানদের দ্বারা তৈরি করা হয়েছিলো। ১৮ শতকে প্যারিসের জনসংখ্যা এবং তার সঙ্গে পাল্লা দিয়ে মানুষের রোগ এবং মৃত্যুর হারও বাড়তে শুরু করেছিল। একটা সময় কবরস্থানগুলোতে স্থানসংকট তৈরি হয়েছিল। ফলে মৃতদেহ পচে গিয়ে শহরে দূষণ ছড়াতে শুরু করেছিল। সেই সংকট সমাধানে স্থানীয় প্রশাসন মৃতদেহগুলোকে পুরানো, অব্যবহৃত এবং শহর থেকে কিছুটা দূরে চুনাপাথরের খনিতে রেখে দিয়ে এসেছিল। 

আয়নাঘর কী? 

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমলে ডিজিএফআই(Directorate General of Forces Intelligence) বা প্রতিরক্ষা গোয়েন্দা সংস্থা দ্বারা গঠিত একটি কথিত বন্দিশালা। সর্বপ্রথম ২০২২ সালে নেত্র নিউজ আয়নাঘর নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রকাশ করে। প্রতিবেদনটি দেখুন এখানে- Secret prisoners of Dhaka। প্রতিবেদনে বলা হয় এটি একটি অবৈধ বন্দিশালা যেখানে বিভিন্ন সময়ে গুমকৃত ব্যক্তিদের রাখা হতো। সম্প্রতি শেখ হাসিনা সরকারের পতনের পর আয়নাঘর থেকে তিনজন বন্দীকে ইতিমধ্যে মুক্ত করা হয়। নেত্র নিউজের প্রতিবেদন থেকে জানা যায় হিউম্যান রাইটস ওয়াচ এর এক তালিকা অনুযায়ী শেখ হাসিনা সরকারের আমলে বিগত ১০ বছরেরও বেশি সময় ধরে ৮৬ জনকে গুম করা হয় যাদের অধিকাংশেরই কোন হদিস এখনো পাওয়া যায় নি। 

Read here- ইলিয়াস আলী কি আয়নাঘর থেকে ফিরে এসেছেন? না, সামাজিক মাধ্যমে ছড়ালো ভুয়া দাবি 

আয়নাঘর নিয়ে প্রকাশিত প্রতিবেদন এর স্ক্রিনশট
কার্টেসিঃ নেত্র নিউজ

Conclusion

অতএব, আয়নাঘর দাবিতে ভাইরাল ফুটেজ গুলো মুল আয়নাঘরের ছবির সাথে সাদৃশ্যপূর্ণ না। ভাইরাল ভিডিওগুলো অনেকাংশে প্যারিসের পাতালসমাধি প্যারিস ক্যাটাকম্বস এর সাথে মিলে যায়। 

Result: False

Our Sources:
নেত্র নিউজভয়েস অব আমেরিকার

History.comLes Catacombes De Paris 


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular