Claim-বাংলাদেশ পুলিশে ৮০০০০ ভারতীয় কাজ করছে-যমুনা টিভি।
Fact- না, যমুনা টিভি এমন কোন প্রতিবেদন প্রকাশ করে নি।
বাংলাদেশ পুলিশে ভারতীয়রা কাজ করছে দাবিতে যমুনা টিভির সুত্র উল্লেখ করে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক সহ অন্যান্য প্ল্যাটফর্মে একটি দাবি ভাইরাল হয়। পোস্টগুলোতে বলা হয় শুধু পুলিশেই চাকরি করছে প্রায় ৮০,০০০ ভারতীয়। সুত্র হিসেবে পোস্টগুলোতে যমুনা টিভির নাম উল্লেখ করা হয়। পোস্টগুলো দেখুন এখানে, এখানে, এখানে, ও এখানে। পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন নিচে-
Fact-check/Verification
বাংলাদেশ পুলিশে ৮০০০০ ভারতীয় কাজ করার দাবিটির সত্যতা যাচাই করতে সর্বপ্রথম আমরা কি-ওয়ার্ড সার্চ পরিচালনা করি। এতে করে যমুনা টিভির কোন নিউজফিডেই এই সংক্রান্ত কোন প্রতিবেদন বা পোস্ট পাওয়া যায় নি। অন্যান্য কোন সংবাদ প্রতিষ্ঠানও এই সংক্রান্ত কোন প্রতিবেদন প্রকাশ করে নি। এই বিষয়টি নিশ্চিত করে যমুনা টিভি একটি প্রতিবেদনও প্রকাশ করে। দেখুন এখানে।
তবে যমুনা টিভি ২০১৮ সালে পুলিশের নিয়োগ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন করেন যমুনা টিভির বিশেষ প্রোগ্রাম Investigation 360 Degree তে। প্রতিবেদন দেখুন এখানে- পুলিশ নিয়োগঃ সরিষায় ভুত
তবে এই প্রতিবেদনে ভুল ঠিকানা ব্যবহার করে পুলিশের চাকুরি করার অভিযোগে অনুসন্ধান চালানো হয় ঢাকার কেরানীগঞ্জ ও ধামরাইয়ের দুটি গ্রামে। ভারতীয় নাগরিকের বাংলাদেশ পুলিশে চাকুরি করছে এমন কোন তথ্য এই প্রতিবেদনে প্রকাশ করা হয় নি।
সম্প্রতি শেখ হাসিনা সরকার পতনের পর দেশজুড়ে নিরাপত্তা বাহিনী ও প্রতিরক্ষা বাহিনীতে ভারতীয় নাগরিকদের চাকুরী করা ও সেনাবাহিনীতে ভারতীয় গোয়েন্দা সংস্থা র’ এর প্রতিনিধি থাকার গুজবে সরব হয়ে ওঠে সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম গুলো। তবে এই মর্মে এখনো কোন নির্ভরযোগ্য তথ্যের প্রমাণ মেলে নি। এরই মাঝে বাংলাদেশ পুলিশে ৮০০০০ ভারতীয় নাগরিকের চাকুরি করার দাবিটিও যমুনা টিভির সুত্র দিয়ে ছড়িয়ে পরে।
Conclusion
অতএব, যমুনা টিভির সুত্রে ভাইরাল ৮০,০০০ ভারতীয়র বাংলাদেশ পুলিশে চাকুরির দাবিটি সত্য নয়।
Result: False
Our Sources:
যমুনা টিভির প্রতিবেদন
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান checkthis@newschecker.in অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।