Claim
সম্প্রতি সামাজিক মাধ্যম ফেসবুকে একটি ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীর ছেড়ে পালাচ্ছে ভারতীয় সৈন্যরা।

এমন দাবিতে প্রচারিত পোস্ট দেখুন এখানে এবং এখানে।
Fact
বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে Palestine, the land of solidarity নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২০ সালের ৫ ফেব্রুয়ারিতে “Ramallah clashes today and the burning of an Israeli armored personnel carrier” শিরোনামে প্রকাশিত একটি ভিডিও খুজে পাওয়া যায়।
ইউটিউব ভিডিওটির ডেসক্রিপশন থেকে জানা যায়, ২০২০ সালের ৫ ফেব্রুয়ারি, বুধবার ভোরে, ফিলিস্তিনের পশ্চিম তীরের কেন্দ্রীয় শহর রামাল্লায় দখলদার বাহিনীর হঠাৎ অভিযানের পর তরুণদের সঙ্গে তীব্র সংঘর্ষ শুরু হয়। এই সংঘর্ষ কয়েক ঘণ্টা ধরে চলে। সংঘর্ষের সময় একটি সামরিক যান ক্ষতিগ্রস্ত হয় এবং মলোটভ ককটেল ছুড়ে একাধিক সামরিক যান জ্বালিয়ে দেওয়া হয়।
Read More: রাফায়েল বিমানের ধ্বংসাবশেষ উদ্ধার করার ভিডিওটি এ আই দিয়ে তৈরি
পরবর্তীতে একই ভিডিওটি ২০২০ সালে Carmel Dangor নামের একজন ইসরায়েলি সাংবাদিকের টুইটার অ্যাকাউন্টেও প্রকাশিত অবস্থায় পাওয়া যায়।
উল্লেখযোগ্যভাবে, স্পষ্ট যে ভাইরাল হওয়া ভিডিওটি বর্তমান সময়ে ভারত-পাকিস্তানের মধ্যে চলমান কোনো সংঘাতের দৃশ্য নয়।
সুতরাং, পাকিস্তান-ভারত সংঘাতে ভারতীয় সেনা সদস্যদের কাশ্মীর থেকে পালিয়ে যাওয়ার দাবি তুলে যে ভিডিওটি প্রচার করা হয়েছে, তা প্রকৃতপক্ষে ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের দৃশ্য সম্পূর্ণ মিথ্যা।
Result: False
Our Sources
Palestine, the land of solidarity YouTube
Carmel Dangor Tweet
যে কোন বিষয়ের সত্যতা জানতে, মতামত অথবা অভিযোগ প্রদানে আমাদের ই-মেইল করুন এই ঠিকানায়- [email protected]. এছাড়াও ভিজিট করুন আমাদের Contact Us পেইজটি এবং নির্দিষ্ট ফর্মটি পূরণ করুন।