বুধবার, জানুয়ারি 22, 2025
বুধবার, জানুয়ারি 22, 2025

HomeFact Checkছবিটি সম্প্রতি নেপালে বিমান দূর্ঘটনার নয়

ছবিটি সম্প্রতি নেপালে বিমান দূর্ঘটনার নয়

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে নেপালে সম্প্রতি বিমান দূর্ঘটনার ঘটনাকে কেন্দ্র করে একটি ছবি প্রচার করে দাবি করা হয়েছে, “নেপালে ভয়াবহ বিমান দুর্ঘটনায় ৭২ আরোহীর সবাই নিহত”। এমন দাবি সহ কিছু পোস্ট দেখুন এখানে, এখানে এবং এখানে। 

নিউজচেকার যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা। 

Fact-Check/Verification

রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে আন্তর্জাতিক বার্তা সংস্থা “Reuters” এ ২০১৮ সালের ১২ মার্চ “Plane crash in Nepal” শিরোনামে  প্রকাশিত মূল ছবিসহ একটি প্রতিবেদন খুঁজে পাওয়া যায়।

নেপাল
Screenshot taken from Reuters

প্রতিবেদনে উল্লেখ করা হয়, ২০১৮ সালে নেপালের কাঠমান্ডু বিমানবন্দরে অবতরণের চেষ্টা করার সময় একটি বাংলাদেশি বিমান বিধ্বস্ত হয়েছে, এতে অন্তত ৪৯ জন নিহত হয়েছে।

Read More: না, এই ভিডিওটি নেপালে বিমান দুর্ঘটনায় মৃত ব্যক্তিদের মরদেহ নয়

এছাড়া আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি এ ২০১৮ সালের ১২ মার্চ “Nepal air crash: 49 dead as plane veers off Kathmandu runway” শিরোনামে প্রকাশিত একটি প্রতিবেদনে হবুহু একই ছবি খুঁজে পাওয়া যায়।

Screenshot taken from BBC News

Conclusion

২০১৮ সালের ভিন্ন একটি বিমান দুর্ঘটনার ছবিকে নেপালের পোখারায় ঘটা সাম্প্রতিক নেপালের ইয়েতি এয়ারলাইন্সের দুর্ঘটনার দাবি করে প্রচার করা হচ্ছে। 

Result: False


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected]। এছাড়াও আমাদের সাথে Contact Us – ফর্মের মাধ্যমে যোগাযোগ করতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular