বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024
বৃহস্পতিবার, ডিসেম্বর 26, 2024

HomeFact CheckFact Check: না, ভিডিওর এই ব্যক্তিটি মোহাম্মদ বিন মুরসাল নয় 

Fact Check: না, ভিডিওর এই ব্যক্তিটি মোহাম্মদ বিন মুরসাল নয় 

Claim
মোহাম্মদ বিন মুরসাল এই ব্যক্তিটি আর নেই
Fact
ভিডিওর ব্যক্তিটি মোহাম্মদ বিন মুরসাল নয় বরং সৌদি আরবিয়ান গায়ক নাদের আল শাহারি

সৌদি আরবের নাজরানের আল-রিজক পরিবারের সদস্য মোহাম্মদ বিন মুরসাল কয়েক বছর আগে মুইদ বিন আবদুল্লাহ বিন মোহসেন আল-ইয়ামিকে হত্যার দায়ে গত ২০ সেপ্টেম্বর তারিখে মুরসালকে সৌদি আইন অনুযায়ী মৃত্যুদণ্ড দেওয়া হয়। এরই প্রেক্ষিতে সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে মোহাম্মদ বিন মুরসাল এর মৃত্যুদন্ডকে কেন্দ্র করে একজন ব্যক্তির ভিডিও প্রচার করে দাবি করা হচ্ছে ইনিই সেই মোহাম্মদ বিন মুরসাল। প্রচারিত এমন কিছু পোস্ট দেখুন এখানে, এখানে, এখানে এবং এখানে। 

মোহাম্মদ
Screenshot taken from TikTok/@nasrinnadia16
Screenshot taken from TikTok/@nasrinnadia16

নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।

Fact-Check/Verification

বিষয়টির সত্যতা যাচাই করতে ভিডিওতে থাকা অডিও মিউজিক শনাক্তকারী অ্যাপস শ্যাজামের মাধ্যমে অনুসন্ধান করে ইউটিউবে নাদের আল শাহারি নামের একটি ইউটিউব চ্যানেলে ২০২৩ সালের ২২ ফেব্রুয়ারিতে প্রকাশিত একটি মূল গানের ভিডিওটি খুঁজে পাওয়া যায়। 

পরবর্তীতে, নাদের আল শাহারি এর অন্যান্য সামাজিক যোগাযোগ মাধ্যমে থাকা অ্যাকাউন্ট পর্যবেক্ষণ করে দেখা যায় তিনি সৌদি আরবের একজন জনপ্রিয় সঙ্গীত শিল্পী।

@nader.alsharari

Instagram will load in the frontend.
==

অর্থাৎ, নাদের আল শাহারি এর সঙ্গে মৃত্যুদন্ড প্রাপ্ত মোহাম্মদ বিন মুরসাল দুইজনি ভিন্ন ব্যক্তি। 

Read More: এটি কি মোহাম্মদ বিন মুরসালের মৃত্যুদন্ড কার্যকর হওয়ার আগের ভিডিও? 

Conclusion

সৌদি আরবে মৃত্যুদন্ড প্রাপ্ত মোহাম্মদ বিন মুরসাল দাবিতে নাদের আল শাহারি নামক এক সঙ্গীত শিল্পীর ভিডিও এবং ছবি প্রচার করে দাবি করা হচ্ছে ইনিই মোহাম্মদ বিন মুরসাল। 

Result: False

Our Sources 
Nader Al Shahari YouTube
Nader Al Shahari Instagram
Nader Al Shahari TikTok


সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Most Popular