claim-ইজরায়েলের উপর মুসলিম দেশগুলোর (বিশেষ করে পাকিস্তানের) হামলা
Fact-ইজরায়েলের উপর কোন হামলার ঘটনা ঘটেনি সম্প্রতি
ইজরায়েলের ও ফিলিস্তিনের চলমান দ্বন্দ নিয়ে মুসলিম দেশবাসীদের কাছে ইজরায়েলের নেতিবাচক প্রতিচ্ছবি নতুন কিছু নয়। জেরুজালেমের ভুখন্ডে ইজরায়েল ও ফিলিস্তিনের মাঝে নিয়মিতই সংঘাত হয়ে থাকে। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটকে বেশ কিছু পোস্ট ভাইরাল হয় যেখানে বলা হচ্ছে, ‘ইজরায়েলের উপর হামলা করছে পাকিস্তান’ বা ‘মুসলিম দেশগুলো এক হয়ে ইজরায়েলের উপর হামলা চালাচ্ছে’ ইত্যাদি। পোস্টগুলো দেখুন এখানে- টিকটক, টিকটক, টিকটক, টিকটক ও টিকটক। নিচে পোস্টগুলোর স্ক্রিনশট দেখুন-
courtesy: Tik Tok/User
courtesy: Tik Tok/User
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact check/Verification
গুগল কি-ওয়ার্ড সার্চ এর সাহায্যে অনুসন্ধান করে ইজরায়েলের উপর পাকিস্তানের হামলা দাবি সংশ্লিষ্ট কোন সংবাদ বা তথ্য দেশিয় বা আন্তর্জাতিক গণ মাধ্যমে পাওয়া যায় নি। অধিকাংশ মুসলিম দেশের সাথে ইজরায়েলের কূটনৈতিক সম্পর্ক না থাকলেও বিগত কয়েক দশকে বহিঃবিশ্বের দ্বারা ইজরায়েলের উপর হামলার কোন ঘটনা ঘটেনি বিশেষ করে পাকিস্তান দ্বারা। পাকিস্তান এখনো ইজরায়েলকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয় নি এবং কোন প্রকারের কূটনৈতিক সম্পর্কও রাখে না। এই দুই রাষ্ট্রের মধ্যকার সম্পর্ক নিয়ে প্রতিবেদন দেখুন এখানে- INSS, ModernDiplomacy.
ভাইরাল টিকটক ভিডিওগুলোতে কিছু অপ্রাসঙ্গিক মিসাইল নিক্ষেপের ফুটেজ ব্যবহার করে ক্যাপশনে বা অডিওতে এই ধরণের দাবি করা হচ্ছে। এই টিকটক ভিডিওটিতে অপারেশন রেড সি নামক ২০১৮ সালের এক চলচ্চিত্র থেকে ফুটেজ নিয়ে ব্যবহার করা হয়েছে। এসব ভিডিওতে ব্যবহার করা হয়েছে একে একে পাকিস্তান ও তালেবানদের নাম। তবে কোন গণ মাধ্যমে এই সকল দেশ দ্বারা ইজরায়েলে হামলার ঘটনার প্রমাণ পাওয়া যায় নি।
উল্লেখ্য, ইতোপূর্বে ইজরায়েল পশ্চিম তীরের জেনিনে ফিলিস্তিনিদের উপর হামলা চালায়। এই সহিংসতা এখনো চলমান। বিবিসির এক প্রতিবেদনে জানা যায় এটি বিগত কয়েক বছরের মধ্যে হওয়া ফিলিস্তিনিদের উপর হওয়া সবচেয়ে বড় হামলা গুলোর একটি। ইজরায়েলিরা বলছে তারা এই এলাকায় থাকা সন্ত্রাসীদের আস্তানাগুলোকে টার্গেট করছে।
courtesy: Internet/ BBC Bangla
Conclusion:
ইজরায়েল এর উপর বিভিন্ন মুসলিম রাষ্ট্রের হামলার খবরটি গুজব।
Result: False
Our Sources:
INSS, ModernDiplomacy, অপারেশন রেড সি, বিবিসির এক প্রতিবেদনে