Claim
অস্ট্রেলিয়া বিশ্বকাপ নিয়ে যাচ্ছে
Fact
এটি ফিফা ২০২২ কাতার বিশ্বকাপ শেষে মরোক্কো দল নিজ দেশে ফিরে যাওয়ার সময়কার ভিডিও
সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যম টিকটক এবং ফেসবুকে পরে একটি খোলা বাসে এসকর্ট সহকারে উল্লাস উদযাপনের মাধ্যমে যাওয়ার একটি ভিডিওকে প্রচার করে দাবি করা হয় এটি আইসিসি মেন’স ওয়ার্ল্ডকাপ ২০২৩ এর ফাইনালে অস্ট্রেলিয়ার জয়ের পরের মুহুর্ত। এমন দাবিতে প্রচারিত ভিডিও দেখুন এখানে।
নিউজচেকার-বাংলাদেশ যাচাই করে দেখেছে দাবিটি মিথ্যা।
Fact-Check/Verification
সত্যতা যাচাই করতে ভিডিও হতে প্রাপ্ত কী-ফ্রেম রিভার্স ইমেজ সার্চের মাধ্যমে মার্কিন সংবাদ মাধ্যম Voice of America এর অফিশিয়াল ইউটিউব চ্যানেলে ২০২২ সালের ২১ ই ডিসেম্বরে প্রকাশিত মূল ভিডিওটি খুঁজে পাওয়া যায়।
মূলত, ২০২২ ফিফা কাতার বিশ্বকাপ ফুটবলে অসাধারণ পারফরম্যান্সের মাধ্যমে চতুর্থ স্থান অর্জন করার পরে কয়েক হাজার আনন্দিত মরোক্কোবাসীরা তাদের জাতীয় ফুটবল দলকে স্বাগত জানায়।
Read More: পাকিস্তানি সাবেক ক্রিকেটারদের আনন্দ-নাচের ভিডিওটি পুরোনো
Conclusion
২০২২ সালে কাতারে অনুষ্ঠিত হওয়া ফুটবল বিশ্বকাপে চতুর্থ স্থান অর্জনের পর মরোক্কো জাতীয় দলকে তাদের দেশে স্বাগত জানানোর ভিডিওকে অস্ট্রেলিয়ার আইসিসি মেন’স ওয়ার্ল্ডকাপ ২০২৩ জেতার পরের উল্লাসের ভিডিও দাবি করে প্রচার করা হয়েছে।
Result: False
Our Sources
A video published on Voice of America YouTube on 21 December 2022
A report published on AP on 21 December 2022
সন্দেহজনক কোনো খবর ও তথ্য সম্পর্কে আপনার প্রতিক্রিয়া জানাতে অথবা সত্যতা জানতে আমাদের লিখে পাঠান [email protected] অথবা whatsapp করুন- 9999499044 এই নম্বরে। আমাদের whatsapp চ্যানেল সাবস্ক্রাইব করুন এখানে ক্লিক করে।এছাড়াও আমাদের সাথে Contact Us -র মাধ্যমে যোগাযোগ করতে পারেন ও ফর্ম ভরতে পারেন।